চট্টগ্রামে পুলিশ সেনাবাহিনীর সঙ্গে ব্যাটারি রিকশাচালকদের সংঘর্ষ, আহত ১০

- আপডেট সময় : ১২:২৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

চাটগাঁইয়া ওয়েবডেক্স: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে শুরু হওয়া এ সংঘর্ষ থেমে থেমে এখনো চলছে।
জব্দ করা রিকশা ফেরত ও পুলিশের হয়রানির বন্ধের প্রতিবাদে ব্যাটারিচালিত রিকশাচালকরা বাহির সিগন্যাল এলাকায় সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক ছাড়তে বললে চালকদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। এরপর রিকশাচালকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
এতে পুলিশ ও ব্যাটারিচালিত রিকশাচালকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বিভাগ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান চালানোর সময় এ ঘটনার সূত্রপাত বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, নগরের প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষেধ। কিন্তু চালকরা তা মানছে না। ফলে ঘটছে দুর্ঘটনা। ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযানে নামলে তারা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর আক্রমণ করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে|
চলতি এপ্রিল মাসেই চট্টগ্রাম নগরে ট্রাফিক পুলিশের অভিযানে ২ হাজার ৮৯৬টি ব্যাটারিচালিত রিকশা জব্দ ও ডাম্পিং করা হয়েছে।