ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে পুলিশ সেনাবাহিনীর সঙ্গে ব্যাটারি রিকশাচালকদের সংঘর্ষ, আহত ১০ চট্টগ্রামে সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১০ ভরি স্বর্ণ হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২ সোনাকানিয়া ইউপি চেয়ারম্যান জসিম নগরীর সদরঘাট এলাকায় আটক রাউজানে দুই দিনের ব্যবধানে আরও ১ যুবদল কর্মী খুন, দিন দুপুরে গুলি করে সন্ত্রাসীরা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. এসএম নসরুল কাদির ১১৬তম ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলা শুরু হবে ২৪ এপ্রিল, চলবে ৩ দিন বোয়ালখালীতে মেশিনের আঘাতে প্রাণ কেড়ে নিল এক শ্রমিকের আনোয়ারায় ঠিকাদারি দ্বন্দ্বে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, ৩ পুলিশসহ আহত ১৫ লোহাগড়া থানা পুলিশের হাতে অস্ত্রসহ ১ ডাকাত ও ২ মাদক ব্যবসায়ী আটক

চট্টগ্রামে সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / ১২ বার পড়া হয়েছে

চাটগাঁইয়া ওয়েবডেক্স: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকায় অভিযানে চুরির ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে মূল্যবান স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ নগদ অর্থ।

পুলিশ জানায়, ২২ মার্চ(মঙ্গলবার) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে কোতোয়ালী থানার ওসি মোঃ আব্দুল করিম ও এসআই ইমাম হোসেনের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানকালে চুরির ঘটনায় সরাসরি জড়িত তিনজন নুর উদ্দিন, হান্নান হোসেন ও হৃদয় হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মূল অভিযুক্ত নুর উদ্দিন জানায়, তার বাসায় চুরির টাকাসহ স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা রয়েছে। পুলিশের অভিযানে পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকার তার বাসা থেকে স্ত্রী কুলসুম বেগমের হেফাজত থেকে উদ্ধার করা হয় নগদ টাকা ও স্বর্ণের চেইন।

পরবর্তীতে তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে ধরা হয় স্বর্ণ ব্যবসায়ী মানিক চন্দ্র সিংহ ও গলানো স্বর্ণ বিক্রির সঙ্গে যুক্ত রিপন চন্দ্র পালকে।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে, নগদ অর্থ ৩,৪৫,০০০ টাকা, গলানো স্বর্ণ ১০৭.১৭ গ্রাম (প্রায় ৯.৩ ভরি), স্বর্ণের চেইন ১টি, স্বর্ণের আংটি ১টি।

কোতোয়ালী থানার ওসি মোঃ আব্দুল করিম বলেন, “এই অভিযানের মাধ্যমে আমরা একটি সুসংগঠিত চোর চক্রের কার্যক্রম রুখে দিতে সক্ষম হয়েছি। তদন্ত এখনো চলমান, চক্রটির সঙ্গে সংশ্লিষ্ট অন্যদেরও শনাক্তে কাজ চলছে।”

পুলিশ সূত্রে আরও জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চুরির পুরো চক্র উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

আপডেট সময় : ১১:২৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

চাটগাঁইয়া ওয়েবডেক্স: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকায় অভিযানে চুরির ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে মূল্যবান স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ নগদ অর্থ।

পুলিশ জানায়, ২২ মার্চ(মঙ্গলবার) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে কোতোয়ালী থানার ওসি মোঃ আব্দুল করিম ও এসআই ইমাম হোসেনের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানকালে চুরির ঘটনায় সরাসরি জড়িত তিনজন নুর উদ্দিন, হান্নান হোসেন ও হৃদয় হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মূল অভিযুক্ত নুর উদ্দিন জানায়, তার বাসায় চুরির টাকাসহ স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা রয়েছে। পুলিশের অভিযানে পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকার তার বাসা থেকে স্ত্রী কুলসুম বেগমের হেফাজত থেকে উদ্ধার করা হয় নগদ টাকা ও স্বর্ণের চেইন।

পরবর্তীতে তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে ধরা হয় স্বর্ণ ব্যবসায়ী মানিক চন্দ্র সিংহ ও গলানো স্বর্ণ বিক্রির সঙ্গে যুক্ত রিপন চন্দ্র পালকে।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে, নগদ অর্থ ৩,৪৫,০০০ টাকা, গলানো স্বর্ণ ১০৭.১৭ গ্রাম (প্রায় ৯.৩ ভরি), স্বর্ণের চেইন ১টি, স্বর্ণের আংটি ১টি।

কোতোয়ালী থানার ওসি মোঃ আব্দুল করিম বলেন, “এই অভিযানের মাধ্যমে আমরা একটি সুসংগঠিত চোর চক্রের কার্যক্রম রুখে দিতে সক্ষম হয়েছি। তদন্ত এখনো চলমান, চক্রটির সঙ্গে সংশ্লিষ্ট অন্যদেরও শনাক্তে কাজ চলছে।”

পুলিশ সূত্রে আরও জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চুরির পুরো চক্র উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।