শ্রমিকদল, ছাত্রদল নেতাসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
পটিয়ায় মসজিদ কমিটি নিয়ে বিরোধ, হামলায় ২ মুসল্লী আহত

- আপডেট সময় : ০৩:০৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে

চাটগাঁইয়া ওয়েবডেক্স: চট্টগ্রাম পটিয়া উপজেলায় মসজিদ পরিচালনা কমিটি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার উপজেলার জিরি ইউনিয়নের পূর্ব মালিয়ায়া গ্রামের বায়তুল জান্নাত জামে মসজিদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাজী ছৈয়দুল হক (৭৫) ও আলী আজগর (৫০) নামের দুইজন মুসল্লী গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ছৈয়দুল হকের ছেলে মো. আবদুল্লাহ বাদী হয়ে শুক্রবার রাতে পটিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন। এতে উপজেলা শ্রমিকদল নেতা সাখাওয়াত হোসেন ও তার ভাই উপজেলা ছাত্রদল নেতা সেকান্দর হোসেন ডেবিডসহ ৬ জনকে বিবাদী করা হয়।
এজাহার সূত্রে জানা গেছে, পূর্ব মালিয়ারা বায়তুল জান্নাত জামে মসজিদের কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে সাখাওয়াত হোসেনদের সাথে ছৈয়দুল হকদের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। ওই বিরোধকে কেন্দ্র করে শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় হাজী ছৈয়দুল হক ও আলী আজগরের উপর হামলা করে বিবাদীরা। এসময় ছৈয়দুল হক ও আলী আজগর ভয়ে মসজিদের ভিতরে ইমামের কক্ষে আশ্রয় নিলে সেখানে কুপিয়ে ও দরজা ভেঙে হামলা করা হয়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ ও পরে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।