ডিসি হিল বর্ষ বরণ মঞ্চ ভাঙচুরের ঘটনায় আটক ৫ জন মুক্ত

- আপডেট সময় : ০৬:১৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- / ১৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের ঐতিহাসিক ডিসি হিলে পয়লা বৈশাখ বরণের মঞ্চ ভাঙচুরের সময় ঘটনাস্থল থেকে আটককৃত পাঁচজনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ। বর্ষ বরণের আগের দিন সন্ধ্যায় মঞ্চ ভাঙচুরের পর উদ্ভূত পরিস্থিতিতে ৪৭ বছরের মধ্যে প্রথমবারের মতো ডিসি হিলে ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছে আয়োজক সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদ।
গতকাল সোমবার ডিসি হিলে সরজমিনে ঘুরে দেখা যায় যারা ডিসি হিলে উপস্থিত হয়েছে তাদের মধ্যে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। এবিষয়ে নাম প্রকাশ না করার শর্তে আয়োজক কমিটি সদস্য দৈনিক চাটগাঁইয়া প্রতিনিধিকে জানান, বর্ষ বরণ অনুষ্ঠানের সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছিলাম, তবে আমরা আগেই বুঝতে পেরেছিলাম এবার আমাদের ডিসি হিলে বর্ষ বরণ করতে দিবে না একটি গোষ্ঠী। আইনশৃঙ্খলা বাহিনী’র প্রত্যক্ষ মদদে হামলাকারীরা মঞ্চ ভাঙচুর করেছে, তাই আইনগত ব্যবস্থা নিয়েও কোন লাভ হবে না জেনে আমরা কোন অভিযোগ করেনি।
এ ঘটনায় সোমবার কোনো মামলা দায়ের হয়নি এবং আটককৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ায় তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রতি বছরের মতো এবারও সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদ জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে ডিসি হিলে বর্ষবরণ উৎসবের আয়োজন করেছিল। রোববার সন্ধ্যায় যখন মঞ্চ তৈরির কাজ চলছিল, আনুমানিক ৭টার দিকে একটি মিছিল থেকে এসে অজ্ঞাত ব্যক্তিরা মঞ্চে ভাঙচুর চালায়। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থলের আশপাশ থেকে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, আটককৃতদের বিরুদ্ধে রাতভর কোনো পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়নি। ফলে, তাঁদের বিরুদ্ধে কোনো মামলা রেকর্ড করা হয়নি এবং জিডিমূলে (সাধারণ ডায়েরি) জিম্মায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রামে ১৯৭৮ সাল থেকে ডিসি হিলে ব্যাপকভাবে বর্ষবরণ অনুষ্ঠান উদযাপিত হয়ে আসছে, যা নগরীর অন্যতম প্রধান সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে।