চকরিয়া সাবেক এমপি রাজধানীতে গ্রেপ্তার

- আপডেট সময় : ১১:৩১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে

চাটগাঁইয়া ওয়েবডেক্স:
কক্সবাজার-১ আসনের সাবেক এমপি মো. জাফর আলমকে রাজধানীর ধানমণ্ডি থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৭ এপ্রিল) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
জাফর আলম ১২ জুন ১৯৫৭ সালে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পালাকাটা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম লাল মোহাম্মদ সওদাগর ও মাতার নাম তমনা খাতুন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি একজন রাজনীতিবিদ। তিনি একাধারে সাবেক ইউপি চেয়ারম্যান, সাবেক মেয়র এবং সাবেক চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পরবর্তীতে আওয়ামী লীগের এমপি নির্বাচিত হন। বিগত জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে পরাজিত হন এবং উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে পরাজয় বরণ করেন। ৫ আগষ্ট পরবর্তী তাকে কোথাও দেখা যায়নি।