আটককৃত ৩ জন যুবদল, ১ জন ছাত্রদলের নেতা
বোয়ালখালীতে সেনাবাহিনীর হাতে চার সন্ত্রাসী দেশিয় অস্ত্রসহ আটক

- আপডেট সময় : ০৫:৫৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
- / ৫০৩ বার পড়া হয়েছে

চাটগাঁইয়া ওয়েবডেক্স: বোয়ালখালীতে দেশিয় অস্ত্রসহ চারজন (যুবদল নেতা সহ) সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার (২৫ এপ্রিল) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার শ্রীপুর খরণদ্বীপ এলাকা থেকে লে. কর্ণেল মোঃ সালাহ উদ্দিন আল মামুনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
এ সময় ৪ রাউন্ড রাইফেল এ্যামোনিশন, ১০ রাউন্ড শটগান এ্যামোনিশন, ৩টি পাসপোর্ট, ২৫ টি মোবাইল ফোন, ২১ টি দেশীয় অস্ত্র ও ১ লাখ ৭৬ হাজার ৪শত ২৫ টাকা জব্দ করা হয়।
আসামিরা হলো-চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের শাহিদুল আলম(৩৮), বোয়ালখালী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জানে আলম নান্নু (৪০), উপজেলা ছাত্রদল নেতা জুবায়েদ আকবর (২৬), ইউনিয়ন যুবদল নেতা মো. মোর্শেদ (৪৭)।
বোয়ালখালী উপজেলার লে. কর্ণেল মো. সালাহ উদ্দিন আল মামুন বলেন, তারা খরণদ্বীপ এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অবৈধ বালু উত্তোলনসহ এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল। এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং জব্দকৃত মালামাল ও সুস্থ অবস্থায় আসামিদের আইনি প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।