ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১০ ভরি স্বর্ণ হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২ সোনাকানিয়া ইউপি চেয়ারম্যান জসিম নগরীর সদরঘাট এলাকায় আটক রাউজানে দুই দিনের ব্যবধানে আরও ১ যুবদল কর্মী খুন, দিন দুপুরে গুলি করে সন্ত্রাসীরা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. এসএম নসরুল কাদির ১১৬তম ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলা শুরু হবে ২৪ এপ্রিল, চলবে ৩ দিন বোয়ালখালীতে মেশিনের আঘাতে প্রাণ কেড়ে নিল এক শ্রমিকের আনোয়ারায় ঠিকাদারি দ্বন্দ্বে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, ৩ পুলিশসহ আহত ১৫ লোহাগড়া থানা পুলিশের হাতে অস্ত্রসহ ১ ডাকাত ও ২ মাদক ব্যবসায়ী আটক উখিয়ায় সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত

লোহাগড়া থানা পুলিশের হাতে অস্ত্রসহ ১ ডাকাত ও ২ মাদক ব্যবসায়ী আটক

লোহাগড়া প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / ১৬ বার পড়া হয়েছে

চাটগাঁইয়া ওয়েবডেক্স: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তল্লাশি চালিয়ে একটি কাটা রাইফেলসহ মুহাম্মদ সোহেল (৪২) নামের এক যুবককে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৭ রাউন্ড রাইফেলের তাজা গুলি, একটি লম্বা ছুরি, একটি লোহার রড, একটি ডাকাতির মাংকি টুপি উদ্ধার করা হয়। পৃথক আরেকটি অভিযানে আড়াই হাজার পিচ ইয়াবাসহ দুজন ইয়াবা কারবারিকে আটক করা হয়।

সোমবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ১১:৩০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার উপ-পরিদর্শক কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি জাঙ্গালিয়া বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রামগামী বাসে তল্লাশি এবং পৃথক আরেকটি অভিযানে ২ হাজার ৫ শ ইয়াবাসহ তাদেরকে আটক করে।

আটকৃতদের মধ্যে মুহাম্মদ সোহেল কক্সবাজার জেলাধীন চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বহদ্দার কাটা পুচ্ছালিয়া পাড়ার মৃত নুরুল আমিনের পুত্র।

ইয়াবাসহ আটক আসামিরা হলেন, মুহাম্মদ সুমন (২৫), নোয়াখালী জেলার, হাতিয়া উপজেলার, পশ্চিম চর চেঙ্গা ৪নং ওয়ার্ডের বাহার উদ্দিনের পুত্র, অপরজন নুরনবী (২০) ভোলা জেলার সদর থানার পশ্চিম চরখালী ৩নং ওয়ার্ডের কাঞ্চনের পুত্র। ইয়াবার কাজে ব্যবহৃত কাভার ভ্যানটিও জব্দ করা হয়।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রজ্জু করা হয়েছে এবং ইয়াবাসহ আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

বিকালে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

লোহাগড়া থানা পুলিশের হাতে অস্ত্রসহ ১ ডাকাত ও ২ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ১০:৫৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

চাটগাঁইয়া ওয়েবডেক্স: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তল্লাশি চালিয়ে একটি কাটা রাইফেলসহ মুহাম্মদ সোহেল (৪২) নামের এক যুবককে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৭ রাউন্ড রাইফেলের তাজা গুলি, একটি লম্বা ছুরি, একটি লোহার রড, একটি ডাকাতির মাংকি টুপি উদ্ধার করা হয়। পৃথক আরেকটি অভিযানে আড়াই হাজার পিচ ইয়াবাসহ দুজন ইয়াবা কারবারিকে আটক করা হয়।

সোমবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ১১:৩০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার উপ-পরিদর্শক কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি জাঙ্গালিয়া বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রামগামী বাসে তল্লাশি এবং পৃথক আরেকটি অভিযানে ২ হাজার ৫ শ ইয়াবাসহ তাদেরকে আটক করে।

আটকৃতদের মধ্যে মুহাম্মদ সোহেল কক্সবাজার জেলাধীন চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বহদ্দার কাটা পুচ্ছালিয়া পাড়ার মৃত নুরুল আমিনের পুত্র।

ইয়াবাসহ আটক আসামিরা হলেন, মুহাম্মদ সুমন (২৫), নোয়াখালী জেলার, হাতিয়া উপজেলার, পশ্চিম চর চেঙ্গা ৪নং ওয়ার্ডের বাহার উদ্দিনের পুত্র, অপরজন নুরনবী (২০) ভোলা জেলার সদর থানার পশ্চিম চরখালী ৩নং ওয়ার্ডের কাঞ্চনের পুত্র। ইয়াবার কাজে ব্যবহৃত কাভার ভ্যানটিও জব্দ করা হয়।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রজ্জু করা হয়েছে এবং ইয়াবাসহ আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

বিকালে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।