বোয়ালখালীতে মেশিনের আঘাতে প্রাণ কেড়ে নিল এক শ্রমিকের

- আপডেট সময় : ১১:২০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"curves":1,"enhance":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

চাটগাঁইয়া ওয়েবডেক্স: চট্টগ্রামের বোয়ালখালীতে কাজ করার সময় মেশিনের আঘাতে আহত হয়ে মো. বেলায়েত হোসেন (৪৮) নামে এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত বেলায়েত হোসেন উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোষখীল গ্রামের ইসহাক মাষ্টার বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে নিহতের ভাই ও স্থানীয় ইউপি সদস্য মো. শাহাদাত হোসেন হেলাল বলেন, বেলায়েত হোসেন শাকপুরা মিলিটারিপুল এলাকার ‘বিসমিল্লাহ ফেব্রিকস’ কারখানায় চাকরি করতো। প্রতিদিনের ন্যায় সোমবার সকাল ৮টায় কাজে যোগ দেয়। বিকেল ৩টার সময় অসাবধানতাবশত কারখানার একটি মেশিনের সাথে মাথায় আঘাত পেয়ে মেঝেতে পড়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে রেফার করেন। এরপর চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। সেখানে সন্ধ্যা ৬টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।