ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে পুলিশ সেনাবাহিনীর সঙ্গে ব্যাটারি রিকশাচালকদের সংঘর্ষ, আহত ১০ চট্টগ্রামে সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১০ ভরি স্বর্ণ হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২ সোনাকানিয়া ইউপি চেয়ারম্যান জসিম নগরীর সদরঘাট এলাকায় আটক রাউজানে দুই দিনের ব্যবধানে আরও ১ যুবদল কর্মী খুন, দিন দুপুরে গুলি করে সন্ত্রাসীরা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. এসএম নসরুল কাদির ১১৬তম ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলা শুরু হবে ২৪ এপ্রিল, চলবে ৩ দিন বোয়ালখালীতে মেশিনের আঘাতে প্রাণ কেড়ে নিল এক শ্রমিকের আনোয়ারায় ঠিকাদারি দ্বন্দ্বে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, ৩ পুলিশসহ আহত ১৫ লোহাগড়া থানা পুলিশের হাতে অস্ত্রসহ ১ ডাকাত ও ২ মাদক ব্যবসায়ী আটক

আনোয়ারায় ঠিকাদারি দ্বন্দ্বে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, ৩ পুলিশসহ আহত ১৫

আনোয়ারা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / ১৯ বার পড়া হয়েছে

চাটগাঁইয়া ওয়েবডেক্স: আনোয়ারায় পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত রবিবার রাত দেড়টার দিকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্র জানা যায়, উক্ত ঘটনায় ৩ পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়েছে। দুইটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ ও দুইটি প্রাইভেটকার ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৮ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে ২১ এপ্রিল সোমবার সকালে উক্ত ঘটনায় সংশ্লিষ্ট সুজন নামের এক যুবককে দেশীয় অস্ত্রসহ পুলিশের কাছে সোপর্দ করেছে।

স্থানীয় ও আনোয়ারা থানা সূত্রে জানা যায়, পানি উন্নয়ন বোর্ড ৪৯ কোটি টাকা ব্যয়ে আনোয়ারা উপজেলার উপকূলীয় বেড়িবাঁধে ব্লক বসানোর কাজ করছে। উক্ত প্রকল্পে ইট, বালু ও কংকর সরবরাহ নিয়ে বিরোধ দেখা দেয় বিএনপির দুই গ্রুপে। এ ঘটনার জের ধরে প্রতিপক্ষ গ্রুপ গত রবিবার রাত ৮টার দিকে রাঙ্গাদিয়া সিইউএফএল বাজার এলাকায় আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য আব্দুল গফুরের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠে।

এ ঘটনার কয়েক ঘণ্টা পর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাসান চৌধুরী ও বিএনপি নেতা আবদুল গফুরের নেতৃত্বে বিএনপির সমর্থকেরা প্রতিবাদ মিছিল বের করে। পরবর্তীতে মোটর সাইকেল শোডাউন দিয়ে তারা আনোয়ারা থানায় অভিযোগ দিতে আসেন। রাত ১ টার পর থানায় অভিযোগ দিয়ে চলে যাওয়ার পথে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিএনপির দুই গ্রুপে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। সংঘর্ষে ৩ পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন, মো.কামাল (২৫), বিশাল চক্রবর্তী (২৭) ও মো. আবু তালেব (২৫)। আহত পুলিশ সদস্যদের আনোয়ারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় ঠিকাদারি দ্বন্দ্বে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, ৩ পুলিশসহ আহত ১৫

আপডেট সময় : ১১:১২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

চাটগাঁইয়া ওয়েবডেক্স: আনোয়ারায় পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত রবিবার রাত দেড়টার দিকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্র জানা যায়, উক্ত ঘটনায় ৩ পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়েছে। দুইটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ ও দুইটি প্রাইভেটকার ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৮ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে ২১ এপ্রিল সোমবার সকালে উক্ত ঘটনায় সংশ্লিষ্ট সুজন নামের এক যুবককে দেশীয় অস্ত্রসহ পুলিশের কাছে সোপর্দ করেছে।

স্থানীয় ও আনোয়ারা থানা সূত্রে জানা যায়, পানি উন্নয়ন বোর্ড ৪৯ কোটি টাকা ব্যয়ে আনোয়ারা উপজেলার উপকূলীয় বেড়িবাঁধে ব্লক বসানোর কাজ করছে। উক্ত প্রকল্পে ইট, বালু ও কংকর সরবরাহ নিয়ে বিরোধ দেখা দেয় বিএনপির দুই গ্রুপে। এ ঘটনার জের ধরে প্রতিপক্ষ গ্রুপ গত রবিবার রাত ৮টার দিকে রাঙ্গাদিয়া সিইউএফএল বাজার এলাকায় আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য আব্দুল গফুরের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠে।

এ ঘটনার কয়েক ঘণ্টা পর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাসান চৌধুরী ও বিএনপি নেতা আবদুল গফুরের নেতৃত্বে বিএনপির সমর্থকেরা প্রতিবাদ মিছিল বের করে। পরবর্তীতে মোটর সাইকেল শোডাউন দিয়ে তারা আনোয়ারা থানায় অভিযোগ দিতে আসেন। রাত ১ টার পর থানায় অভিযোগ দিয়ে চলে যাওয়ার পথে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিএনপির দুই গ্রুপে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। সংঘর্ষে ৩ পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন, মো.কামাল (২৫), বিশাল চক্রবর্তী (২৭) ও মো. আবু তালেব (২৫)। আহত পুলিশ সদস্যদের আনোয়ারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।