প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নিহত, আটক ১

- আপডেট সময় : ০৮:৪৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে

চাটগাঁইয়া ওয়েবডেক্স: নেত্রকোনার আটপাড়ায় ভাই ও ভাতিজার হামলায় কায়সার ইমরান বাবুল (৫৯) নামের ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নিহত হয়েছে। এ ঘটনায় ছোট ভাই রতনকে আটক করেছে আটপাড়া থানা পুলিশ।
রোববার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুওজ ইউনিয়নের শ্রীরামপাশা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত কায়ছার ইমরান বাবুল উপজেলার দুওজ ইউনিয়নের শ্রীরামপাশা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের বড় ছেলে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, কায়সার ইমরান ওরফে বাবুল তার ভাই রতন ও আরেক ভাই কামালের ছেলেদের সাথে যৌথ একটি সেচ পাম্প নিয়ে বিরোধ ছিল। বিরোধ নিরসনে পারিবারিক বৈঠকে রবিবার এশার নামাজের সময় বাবুল তার ভাই ভাতিজাদের সাথে আলোচনায় বসলে এক পর্যায়ে সেচ পাম্পের পাশাপাশি পারিবারিক জমি নিয়ে তর্ক বিতর্ক ও কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই রতন ও ভাতিজা বাপ্পি বাবুলের উপর হামলা করে। এতে ঘটনাস্থলে কায়সার ইমরান বাবুল মৃত্যুবরণ করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জান জানান, নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতলের রিপোর্টের তৈরি করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।