নগরীর জান আলী স্টেশন চত্বর থেকে এক ব্যবসায়ী আটক

- আপডেট সময় : ০৫:৫৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- / ৩৮ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

চাটগাঁইয়া ওয়েবডেক্স: চট্টগ্রাম নগরীর মোহরা জান আলী স্টেশন মসজিদে এশা’র নামায শেষে কয়েকজন সমন্বয়কারী জামাল উদ্দিন নামে এক ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
১৯ এপ্রিল ( শনিবার) রাত সাড়ে নয়টার পর কাজীরহাট জান আলী স্টেশন চত্বর থেকে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
জামাল উদ্দিন (৪৭) পিতা- বাঁশি মিয়া, তিনি মোহরা কাজী বাড়ীতে স্থায়ীভাবে বসাবাস করছেন। তিনি কাজীরহাটের ব্যবসায়ী বলে জানা যায়। তার পৈতৃক বাড়ী বোয়ালখালী উপজেলার সরোয়াতলী ইউনিয়নের হোরারবাগ ৪নং ওয়ার্ডে।
তার পরিবার জানান, জামাল প্রতিদিনের ন্যায় এশা’র নামায আদায়ের জন্য জান আলী মসজিদে যায়। নামায শেষ করে মসজিদ থেকে বের হওয়ার পর উত্তর মোহরার সমন্বয়কারী পরিচয়দানকরী কয়েকজন যুবক তাকে আটকায় রাখে, পরে তারা পুলিশ ডেকে তাকে পুলিশের হাতে তুলে দেয়। তার নামে থানায় কোন মামলা নেই। চান্দগাঁও থানা পুলিশের সাথে যোগাযোগ করলে তারা রাতে ছেড়ে দেওয়ার কথা বলে। সকালে শুনি একটি মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠিয়ে দিবে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত মামলার আসামী মো. জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো ব্যবস্থা নেয়া হচ্ছে।