চাটগাঁইয়া ওয়েবডেক্স : চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে যুবলীগ নেতা মো. মামুনুর রশিদ মামুনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার জ্যৈষ্ঠপুরা গোলক কানুন বাজারে চায়ের দোকান আড্ডা দেওয়ার সময় পুলিশের টহল টিম তাকে গ্রেপ্তার করে।
মামুন শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।
তার পরিবার জানান, মামুনের বিরুদ্ধে কোন মামলা নাই, তারপরও তাকে পুলিশ কেন আটক করে নিয়ে গেল তা তারা জানেন না।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, মামুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার আসামি। তাকে আজ আদালতে পাঠানো হয়েছে।