হাতে ছুরি নিয়ে বিমান হাইজ্যাকের চেষ্টা, প্রাণ বাঁচাতে গুলি চালালেন সহযাত্রী, মাঝআকাশে তুমুল হইচই

- আপডেট সময় : ০৭:৫৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে

চাটগাঁইয়া ওয়েবডেক্স:সান পেড্রোগামী তখন মাঝ আকাশে। আচমকা বিমানের এক যাত্রী হাতে ছুরি নিয়ে এলোপাথাড়ি আঘাত শুরু করেন সহ-যাত্রীদের। নিউ ইয়র্ক পোস্ট সূত্রে খবর, স্থানীয় সময় বৃহস্পতিবার, বেলিজে ছুরিধারী এক মার্কিন নাগরিক ট্রপিক এয়ারের একটি ছোট বিমান ছিনতাইয়ের চেষ্টা করেন। ছুরিকাঘাতে তিনজন আহত হন।
জানা গিয়েছে হামলাকারী ওই ব্যক্তির সম্ভাব্য বয়স ৪৯। বেলিজের পুলিশ কমিশনার চেস্টার উইলিয়ামস জানিয়েছেন, প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম জানা না গেলেও, পরে তদন্তে জানা গিয়েছে হামলাকারীর নাম আকিনিয়েলা সাওয়া টেলর।
ওই ব্যক্তি কীভাবে বিমানে ছুরি নিয়ে উঠেছিল, তাও এখনও স্পষ্ট হয়নি। তবে যখন হামলাকারীরা আচমকা ছুরিকাঘাত শুরু করে, তখনই বিমানের এক সহযাত্রী তাকে গুলি করে। হামলাকারীর মত্যু হয়েছে ইতিমধ্যে। পুলিশ কমিশনার ওই ব্যক্তির সাহসের প্রশংসা করেছেন। কারণ, তাঁর তৎপরতাতেই মাঝ আকাশে রেহাই মিলেছে বিমানের।
শেষ পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, বেলিজের কর্মকর্তারা ঘটনার তদন্তে সহায়তার জন্য মার্কিন দূতাবাসের সাথে যোগাযোগ করেছেন।
সুত্রঃ আজকাল