সিটি কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

- আপডেট সময় : ১১:২৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

চাটগাঁইয়া ওয়েবডেক্স: আজ দুপুর (১৫ এপ্রিল) পৌনে ১২টার দিকে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আজ ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল ছোঁড়াছুঁড়ির ঘটনা ঘটেছে। এতে দুইজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমে বলেন, “এদের মাঝে গণ্ডগোল হওয়ার জন্য কোনোকিছু হওয়া লাগে না, এমনেই হয়।”
“আজকে দুইটা স্টুডেন্ট…ওরা নাকি মারধর করছে। এখন কী কারণে মারধর করলো, এরা আর আল্লাহ ছাড়া কেউ জানে না। এদের মারামারিতে স্পেসিফিক কারণ লাগে না, মাঝে মধ্যে এদের (সংঘর্ষ) লাগে,” বলেন তিনি।
এক পক্ষ আরেক পক্ষের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করায় মিরপুর সড়কের যান চলাচল বন্ধ হয়ে যানজট বেঁধে যায় এবং পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ আনে।
জনাব আলম আলম সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানান, মিরপুর সড়কের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে, পুলিশ তদন্ত করে এই ঘটনার সূত্রপাত খুঁজে দেখে আইনগত ব্যবস্থা নিবে।