কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে উত্তর নলবিলা এলাকায় আওয়ামী লীগ-বিএনপির রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে তর্ক-বিতর্কে রশীদ আহমদ (৪৮) নামের এক বিএনপি কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে উত্তর নলবিলা দরগাহ পাড়ায় এই ঘটনা ঘটে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনরা দাবি করেন, স্থানীয় ছাত্রলীগ নেতা অমিত হাসানের সাথে নিহত রশীদের রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে তর্ক-বিতর্ক সৃষ্টি হয়। এক পর্যায়ে তা ঝগড়ায় রূপ নেয় এবং তারা হাতহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় ছাত্রলীগ নেতা অমিত হাসানের ভাই কামরুল হাসান ও আরেক ভাই হেলাল উদ্দিন এসে তিনজন মিলে রশীদ আহমদকে লাঠি দিয়ে বেড়ধক পিটায় ও উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে গুরুতর জখম হলে রশীদ আহমদকে প্রথমে স্থানীয় বদরখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ১টার দিকে তিনি মারা যান।
এই ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। পরে আত্মগোপনে থাকা হামলকারী কামরুল হাসান ওরফে রোমাকে গ্রেফতার করা হয়। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নেয়া হচ্ছে বলে বলে জানান ওসি।