দক্ষিণ চট্টগ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী পুলিশের হাতে আটক

- আপডেট সময় : ১২:২৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / ৩৮ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"curves":1,"enhance":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে কর্ণফুলী এলাকার ইছানগর বিএফডিসি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
আটককৃত মোহাম্মদ আলী চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। তিনি প্রথমে ভূমি সাইফুজ্জামান চৌধুরী জাবেদের রাজনীতি করলেও পরে অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়েশা খানের রাজনীতিতে যোগ দেন। তিনি দলের মনোনয়ন না পেলেও স্বতন্ত্র থেকে উপজেলা নির্বাচন করেন। যদিও ওই নির্বাচনে তিনি পরাজিত হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরীর কাছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, মোহাম্মদ আলী চেয়ারম্যানকে আটক করে নগরীর চাঁদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।