ঢাকায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি
‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’

- আপডেট সময় : ১২:৩৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

চাটগাঁইয়া ওয়েবডেক্স : ফিলিস্তিনে চলমান ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিয়ে লাখ লাখ মানুষের মুখে স্লোগান— তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন; ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ; বয়কট, বয়কট, ইসরায়েল ইসরায়েল।
রাজধানীর চতুর্দিক থেকে আসা মানুষে লোকারণ্য হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান এলাকা।
সকাল থেকে রাজধানীর শনিরআখড়া-যাত্রবাড়ী রুট, টঙ্গী, উত্তরা, কেরানীগঞ্জ, গাবতলী, শ্যামলী দিয়ে বাসসহ বিভিন্ন যানবাহনে চেপে এবং হেঁটে সোহরাওয়ার্দী উদ্যানের যেতে থাকেন লাখো মানুষ।
দুপুরে রাজধানীর কারওয়ান বাজার, বাংলামোটর মোড় থেকে নারী-পুরুষের স্রোত যাচ্ছে সোহরাওয়াদী উদ্যানের দিকে। ইসরায়েলের দ্বারা নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে তারা ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন।
মিছিলের সম্মুখে কাপড়ে মোড়ানো কয়েকটি লাশের প্রতিকৃতি নিয়ে তারা সোহরাওয়ার্দীর অভিমুখে যাচ্ছিলেন। সে সময় তাদের ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন; ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’ স্লোগান দিতে দেখা গেছে।
এছাড়া ‘ইসরায়েলের পণ্য, বয়কট বয়কট; ট্রাম্পের দুই গালে, জুতা মারো তালে তালে; ভেঙে দাও গুড়িয়ে দাও, ইসরাইলের আস্তানা; নারায়ে তাকবির, আল্লাহু আকবরসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
রাজধানীর শাহবাগে শুধু মানুষ আর মানুষ। স্লোগানে স্লোগানে প্রকম্পিত শাহবাগ মোড়।
বিকেল ৩টায় অনুঠিত হবে মূল কর্মসূচি। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল এসে জমায়েত হবে সোহরাওয়ার্দী উদ্যানে। এরপর কর্মসূচির সভাপতি এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুহাম্মাদ আবদুল মালেক ঘোষণা পাঠ করবেন।
‘মার্চ ফর গাজা’ ও গণজমায়েত কর্মসূচিতে অংশ নিচ্ছে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, হেফাজতে ইসলাম, জাতীয় দলের ক্রিকেটার, অভিনেতা, তাবলীগ জামাত, আহলে হাদীস, হাইয়াতুল উলইয়া, বেফাকুল মাদারিস, দারুন্নাজাত মাদরাসা, খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলনসহ রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আবদুল মালেক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
সুত্র: ntv