ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারা দেশে সব মসজিদে একই সময় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দক্ষিণ চট্টগ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী পুলিশের হাতে আটক আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপির ৬ নেতা আহত রাঙামাটিতে ক্ষুদ্র নৃৃ-গোষ্ঠিদের তিনদিনব্যাপী বৃহত্তর সামাজিক ‘বৈসাবি’ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু জানেন পৃথিবীর সবচেয়ে প্রাচীন দেশ কোনটি? ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে গাজীপুরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ না দেয়ায় ২ পোশাক কারখানায় ভাঙচুর, গ্রেফতার ৪৫ পুলিশের জালে বিদেশি পিস্তলসহ ইসরাফিল নামে এক যুবক আটক আলেম সমাজের কর্মসূচিতে মানুষের ঢল, ভোটের মাঠে নেই কেন জোয়ার চট্টগ্রামে অনলাইন লেনদেনের যুগে বাঙালির জীবন থেকে কি হারিয়ে যাচ্ছে পহেলা বৈশাখের হালকাতা?

মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ না দেয়ায় ২ পোশাক কারখানায় ভাঙচুর, গ্রেফতার ৪৫

নিউজ ডেক্স
  • আপডেট সময় : ০৯:২৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / ৮ বার পড়া হয়েছে

প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্ম ঘোষিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ না দেয়ায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ভেতরে দু’টি পোশাক কারখানায় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১২ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে বলে জানান নারায়ণগঞ্জের শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েকশ লোক সিদ্ধিরগঞ্জের আদমজীতে ইপিজেডের সামনে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে মিছিল করছিলেন। মিছিলটি এক পর্যায়ে ইপিজেডের ভেতরে ঢুকে যায় এবং সেখানের কারখানার শ্রমিকদেরও মিছিলে যোগ দেয়ার অনুরোধ জানান। কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে মিছিলে যোগ না দেয়ায় ভাঙচুর শুরু করেন মিছিলকারী লোকজন।

পুলিশ পরিদর্শক সেলিম বাদশা বলেন, ইপিজেডের ভেতরে ইউনেস্কো বিডি লিমিটেড ও অনন্ত হুয়াশিং লিমিটেড নামে দুটি রপ্তানিমুখী পোশাক কারখানায় ভাঙচুর ও লুটপাট চালান তারা। এসময় আশেপাশের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

পরে শিল্প পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনাস্থল থেকে ভাঙচুর ও লুটপাটে জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

নারায়গঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, জেলা পুলিশ ঘটনাটি পরে জেনেছে। ইপিজেডে কুইক রেসপন্স করেছে র‍্যাব ও সেনাবাহিনী। পরবর্তীতে সেনাবাহিনী ৪৫ জনকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ না দেয়ায় ২ পোশাক কারখানায় ভাঙচুর, গ্রেফতার ৪৫

আপডেট সময় : ০৯:২৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্ম ঘোষিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ না দেয়ায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ভেতরে দু’টি পোশাক কারখানায় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১২ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে বলে জানান নারায়ণগঞ্জের শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েকশ লোক সিদ্ধিরগঞ্জের আদমজীতে ইপিজেডের সামনে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে মিছিল করছিলেন। মিছিলটি এক পর্যায়ে ইপিজেডের ভেতরে ঢুকে যায় এবং সেখানের কারখানার শ্রমিকদেরও মিছিলে যোগ দেয়ার অনুরোধ জানান। কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে মিছিলে যোগ না দেয়ায় ভাঙচুর শুরু করেন মিছিলকারী লোকজন।

পুলিশ পরিদর্শক সেলিম বাদশা বলেন, ইপিজেডের ভেতরে ইউনেস্কো বিডি লিমিটেড ও অনন্ত হুয়াশিং লিমিটেড নামে দুটি রপ্তানিমুখী পোশাক কারখানায় ভাঙচুর ও লুটপাট চালান তারা। এসময় আশেপাশের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

পরে শিল্প পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনাস্থল থেকে ভাঙচুর ও লুটপাটে জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

নারায়গঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, জেলা পুলিশ ঘটনাটি পরে জেনেছে। ইপিজেডে কুইক রেসপন্স করেছে র‍্যাব ও সেনাবাহিনী। পরবর্তীতে সেনাবাহিনী ৪৫ জনকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে বলেও জানান তিনি।