পাকিস্তানে ভূমিকম্প! কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা, রিখটার স্কেলে মাত্রা ৫.৩

- আপডেট সময় : ০২:০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে

১২ এপ্রিল (শনিবার) বেলা ১টা নাগাদ পাকিস্তানের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ইসলামাবাদের কাছেই, মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে।
পাকিস্তানে ভূমিকম্প! শনিবার দুপুরে আচমকা কেঁপে ওঠে ইসলামাবাদ এবং সংলগ্ন এলাকার মাটি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। কম্পন অনুভূত হয়েছে ভারতের জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায়। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। সংবাদ সংস্থা পিটিআই এক কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানে ভূমিকম্পের ফলে কোনও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে বিস্তীর্ণ অংশ জুড়ে কম্পন অনুভূত হয়েছে। মানুষ আতঙ্কিত।
পাকিস্তানের জাতীয় ভূকম্পনকেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তথ্য অনুযায়ী, শনিবার বেলা ১টা নাগাদ পাকিস্তানে ভূমিকম্প হয়েছে। কম্পনের উৎসস্থল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। ওই স্থান ইসলামাবাদের থেকে খুব দূরে নয় বলেও মানচিত্রের মাধ্যমে জানিয়েছে ভূকম্পনকেন্দ্র।