চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় আঃ লীগ ও সহযোগী সংগঠনের ২৮ জন নেতাকর্মী আটক

- আপডেট সময় : ০৫:২৪:২০ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"curves":1,"enhance":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) নগর পুলিশ মিডিয়া শাখার উপপরিদর্শক (এসআই) ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আসামিরা হলেন- ইপিজেড থানায় মেঘনাথ প্রদীপ (৪২), বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহাদাত আলম (৩৫), চান্দগাঁও থানায় মো. সরোয়ার জাবেদ (৩৮), যীশু শীল (৩৯), মো. আরিফ উদ্দিন (৩৪), কোতোয়ালি থানায় মো. সোহাগ (২৮), সদরঘাট থানায় মো. মামুন (৩১), কর্ণফুলী থানা যুবলীগের সহ-সম্পাদক কর্ণফুলী উপজেলা মো. সাইফুদ্দিন (৪২), ডবলমুরিং মডেল থানায় মো. আব্দুল হান্নান (৩২), মো. ইব্রাহীম (২৮), মো. মোজাহের উদ্দিন (৫২), আকবরশাহ থানায় ওয়াসী উদ্দিন মানিক (৩৮), অমিত নাথ (২৪), নিময় দেব নাথ (২৩) ও মো. আলী আকবর (২৩)।
এ ছাড়া পাঁচলাইশ মডেল থানায় মো. মেহেদী হাসান (২৭), মো. ইমন (১৯), চকবাজার থানায় মো. মাসুদুজ্জামান মাসুদ (৫২), হালিশহর থানায় মো. ইলিয়াছ খাঁন (৪৮), বাকলিয়া থানায় রবিউল হাসান রাব্বি (২৮), হৃদয় (১৯), এসএম দিদারুল আলম (৫৬), আব্দুল নুর (৬৭), বায়েজিদ বোস্তামী থানায় মো. আবুল কাশেম (২৯), মো. জুয়েল (২৯), মো. ইসরাফিল (২৮) ও পতেঙ্গা মডেল থানায় মো. ফারুক (৪০)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম বলেন, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা আছে। তারা চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী।