চট্টগ্রাম বোয়ালখালীতে প্রতিবাদ সমাবেশ
গাজায় গনহত্যার প্রতিবাদে “দরবার-এ গাউছে হাওলা” সমাবেশ

- আপডেট সময় : ১২:২১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"curves":1,"enhance":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

চাটগাঁইয়া ওয়েবডেক্স : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামের বোয়ালখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে দরবার-এ গাউছে হাওলা (হযরত শিবলী মঞ্জিল)। ১২ এপ্রিল দুপুরে হাওলা দরবার শরীফের মাঠে আয়োজিত এ কর্মসূচিতে হাজারো মুরিদ, ভক্ত ও আশেকগণ অংশ নেন। “বিশ্ব মুসলিম এক হও, ফিলিস্তিনকে বাঁচাও” স্লোগানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন দরবার শরীফের পীরগদীনশীন পীরজাদা সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী। তিনি বলেন, “ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের ওপর নির্মম নির্যাতন মানবতাবিরোধী। মুসলিম উম্মাহকে সুফিবাদের আদর্শে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে। তাঁর গায়েবী সাহায্য ছাড়া এই অত্যাচার বন্ধ করা সম্ভব নয়।”সমাবেশে আরও বক্তব্য রাখেন পীরজাদা সৈয়দ সাইফুল কুদ্দুছ আকবরী, সৈয়দ মনীরুল কুদ্দুস আকবরী, সৈয়দ ইকতিসাব কুদ্দুস আকবরী, মো. মোসাদ্দেক আহম্মেদ খান, মো. মাশরুর আহম্মেদ খান, ড. সেলিম জাহাঙ্গীর এবং অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম। বক্তারা বলেন, “যদি সমস্ত মুসলমান এক প্লাটফর্মে এসে ফিলিস্তিনের পাশে দাঁড়ায়, তবে বিজয় অবশ্যই আসবে ইনশাআল্লাহ।” সমাবেশে আরও উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছের, সৈয়দ মোহাম্মদ তারিক, মো. জুনায়েদ, মো. জাবেদ, মো. আসিফ মিল্টন ও দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ। সমাবেশ শেষে ফিলিস্তিনে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।