বোয়ালখালী পোপাদিয়া ইউনিয়নে প্রবাসীর ঘরে ডাকাতি

- আপডেট সময় : ০৭:৪২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
- / ৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ বোয়ালখালীতে এক প্রবাসীর পাকা ঘরের দরজা ভেঙে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণের গয়না লুট করে নিয়ে গেছে ডাকাত দল।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আকলিয়া গ্রামের মো. রিটন মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বাড়ির মালিক তানজিনা আক্তার তুহিন বলেন, ডাকাত দলের এক সদস্য সীমানা প্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করে প্রধান ফটকের তালা ভেঙে ফেলে। এরপর ঘরের কাঠের দরজা শাবল দিয়ে ভেঙে ৬-৭ জন ডাকাত ঘরে প্রবেশ করে। ঘরের সকল সদস্যকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে হাত বেঁধে ফেলে। তারপর ওয়াশরুমে অবরুদ্ধ করে রাখে। আলমিরায় রক্ষিত নগদ ২ লাখ টাকা এবং ২৫-৩০ ভরি ওজনের স্বর্ণের গয়না ও একটি মোবাইল সেট লুটে নিয়ে গেছে ডাকাতদল।
তানজিনা বলেন, ডাকাত দলের সদস্যদের বয়স আনুমানিক ৩০-৩২ হবে। তাদের মুখে মাস্ক ছিল। এর মধ্যে একজন মুখোশ পরিহিত ছিল।
ঘরে প্রবাসীর স্ত্রী তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে থাকেন। ডাকাতদল প্রায় দুই ঘণ্টা ধরে ঘরটিতে তল্লাশি চালিয়ে সমস্ত জিনিসপত্র তছনছ করে ফেলেছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।