আজ শেষ হচ্ছে হালনাগাদ ভোটার নিবন্ধন কার্যক্রম
চট্টগ্রামে আড়াই লক্ষেরও অধিক নতুন ভোটারের নিবন্ধন

- আপডেট সময় : ০৬:১৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে চট্টগ্রামের ২ লাখ ৫৬ হাজার ৯৩৫ জন নতুন ভোটারের ছবিসহ নিবন্ধন (বায়োমেট্রিক গ্রহণসহ) কার্যক্রম শেষ হচ্ছে আজ শুক্রবার ১১ এপ্রিল। এর আগে গত ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয় ছবিসহ নিবন্ধন (বায়োমেট্রিক গ্রহণসহ) কার্যক্রম। গত দুই মাস ধরে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে নিবন্ধন কেন্দ্রে ২ লাখ ৫৬ হাজার ৯৩৫ জন নতুন ভোটারের ছবিসহ নিবন্ধন (বায়োমেট্রিক গ্রহণসহ) কার্যক্রম সম্পন্ন করা হয়।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে, ভোটার তালিকা হালনাগাদে চট্টগ্রাম মহানগরী ও জেলার ১৫ উপজেলায় ৩ হাজার
৫৪২ জন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার বাড়ি বাড়ি গিয়ে নতুন ২ লাখ ৫৬ হাজার ৯৩৫ জন নতুন ভোটারের তথ্য সংগ্রহ করেছেন।
এরমধ্যে নগরীর ৪১ ওয়ার্ডে ৩৩ হাজার ৫৭৫ জন নতুন ভোটারের তথ্য সংগ্রহ করে ফরম পূরণ করা হয়েছে এবং ১৫ উপজেলায় ২ লাখ ২৩ হাজার ৩৬০ জন নতুন ভোটারের তথ্য সংগ্রহ করেছেন তথ্য সংগ্রহকারীরা।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনের জারি হওয়া পরিপত্র অনুযায়ী, ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম কিংবা যারা আগের ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম থেকে বাদ পড়েছেন, তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে গতকাল জানা গেছে, এবার বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারীরা নতুন ভোটার তথ্য সংগ্রহের পাশাপাশি ভোটার লিস্ট থেকে ৬০ হাজার ৪৮৫ জন মৃত ভোটারকে বাদ দিয়েছেন। চট্টগ্রামে মোট ভোটার সংখ্যা ৬৫ লাখ ৩১ হাজার ৬১৮জন। এরমধ্যে মহানগরীতে ১৯ লাখ ৭৯ হাজার ২৪৮ জন। জেলার ১৫ উপজেলায় ভোটার সংখ্যা ৪৫ লাখ ৫২ হাজার ৩৭০জন।