চাটগাঁইয়া ওয়েবডেক্স: প্রতিটি সময় হোয়াটসঅ্যাপ নানা ধরণের আপডেট দিতে থাকে। সকলের হোয়াটসঅ্যাপে যে গোলাকার মেটার এআই রয়েছে সেটি তারই প্রমাণ।
তবে অনেকেই হয়তো জানেন না মেটার এই লোগো বা এর কাজটি আপনি নিজের হোয়াটসঅ্যাপ থেকে বন্ধ করে দিতে পারেন। তবে তার জন্য আপনাকে খানিকটা নিজের বুদ্ধির ব্যবহার করতে হবে। তাহলেই হবে কেল্লাফতে।
যারা এআইয়ের এই ফিচারকে ব্যবহার করছেন তাদের কাছে এটি থাকাই ভাল। তবে অনেকে এটিকে নিজের হোয়াটসঅ্যাপে থাকতে দিতে চান না। তাদের কাছে এটি একটি বাড়তি চাপের সমান। তবে যদি আপনি ইচ্ছা করেন তাহলে অতি সহজেই কয়েকটি পদক্ষেপ নিয়ে এই নীল গোলকে নিজের হোয়াটসঅ্যাপ থেকে সরিয়ে দিতে পারেন।
প্রথমে নিজের হোয়াটসঅ্যাপের প্রোফাইল আইকনে যান। সেখান থেকে হেল্প অপশনে চলে যান। সেখান থেকে হেল্প সেন্টারকে বেছে নিন। এরপর সেখান থেকে একেবারে নিচে গিয়ে কন্টাক্ট সাপোর্টে চলে যান। সেখান থেকেই আপনি মেটাতে অনুরোধ করে একটি মেসেজ লিখতে পারেন।
সেখানে আপনাকে লিখতে হবে এই মেটা এআইকে আপনি নিজের হোয়াটসঅ্যাপে চাইছেন না। এবার সবার থেকে গোটা বিষয়টি নিয়ে মেটাকে একটি মেল করে দিন। মেটা বিষয়টি একেবারে ফেলে রাখবে না। কয়েক ঘন্টার মধ্যেই আপনি নিজের হোয়াটসঅ্যাপ থেকে এই নীল এআইকে সরে যেতে দেখবেন।
তবে যারা মনে করছেন এআইকে নিজের কাছে রেখে দেবেন তারা একে কাজে লাগিয়ে নানা কাজ করতেই পারেন। সেখানে কাউকে কোনও বাধা দেবেনা মেটা। এটি যাতে সকলে ব্যবহার করতে পারেন সেজন্যেই মেটা এটি তৈরি করেছে। তবে যারা মনে করছেন একে নিজের হোয়াটসঅ্যাপ থেকে সরিয়ে ফেলবেন তারা এই নিয়মগুলি মানলেই এর থেকে মুক্তি পাবেন।
একবার যদি একে নিজের হোয়াটসঅ্যাপ থেকে সরিয়ে ফেলতে পারেন তাহলে ফের এটি ফেরত আসবে কিনা সেবিষয়ে মেটা কিছু বলেনি। তবে যারা এটি থেকে কোনও কাজ করতে পারছেন না তাদের কাছে এটিকে সরিয়ে ফেলাই শ্রেয় বলেই মনে করা হচ্ছে।