ভার্চুয়ালে যোগাযোগ হাসিনার
‘দিন আসবে’, অনুসারীদের কথা শুনে শেখ হাসিনা জানিয়ে দিলেন, ‘আমি আসতেছি’, দিনক্ষণ জানালেন?

- আপডেট সময় : ১০:১৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
- / ৮৩ বার পড়া হয়েছে

চাটগাঁইয়া ওয়েববেস্ক: শেখ হাসিনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী,শেখ মুজিব কন্যা। ২৪শের উত্তাল পরিস্থিতিতে দেশ ছেড়েছিলেন হাসিনা। গতবছর আগস্ট থেকে দেশে ফেরেননি, অবস্থান করছে ভারতে। তবে মাঝে মাঝেই তিনি অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল কথা বার্তা চালিয়ে গিয়েছেন। খোঁজ খবর নিয়েছেন পরিস্থিতির, প্রত্যাবর্তনের বার্তা দিয়েছেন। এবার অনুগামীদের ক্ষোভ-দুঃখের কথা শুনে সাফ জানিয়ে দিলেন, ‘আমি আসতেছি।‘
গত কয়েকমাসে এর আগেও অনুগামীদের বার্তা দিয়েছেন হাসিনা। সোমবার ভার্চুয়াল বার্তায় তিনি সাফ জানান, ফিরছেন বাংলাদেশে। একই সঙ্গে কটাক্ষ করেছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসকেও। প্রায় ঘণ্টাখানেকের বেশি সময় ধরে চলা আলোচনায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। উন্নয়নের বাংলাদেশ বর্তমানে সন্ত্রাসের দেশে পরিণত হয়েছে বলেও দাবি আওয়ামি লীগ সভানেত্রীর।
কর্মীদের কাছে ক্ষোভ-দুঃখের কথা শুনে জানান, ‘আমার বিশ্বাস আছে, আল্লাহ বাঁচায়ে রেখেছে এই জন্যই। এই যে অন্যায়গুলো যারা করছে, তাদের প্রত্যেকেকে শাস্তি দেওয়া হবে। বাংলায় কোনও সন্ত্রাসীদের ঠাঁই হবে না।‘