জরিমানা আদায় সহজ করতে ট্রাফিক পুলিশদের প্রশিক্ষণ কর্মশালা

- আপডেট সময় : ১১:১৩:২০ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে

চাটগাঁইয়া নিউজডেক্স: “ই-ট্রাফিক প্রসিকিউশন ও জরিমানা আদায়” সহজিকরণের লক্ষ্যে চট্টগ্রাম মহানগর এলাকায় কর্মরত পুলিশ অফিসারদের পিওএস মেশিন সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। বুধবার সকাল সাড়ে ১১টায় দামপাড়া পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসফিকুজ্জামান আকতারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগরের বিভিন্ন সড়ক ও মহাসড়কসহ বাংলাদেশের অন্য কোন মহাসড়কে ট্রাফিক সংক্রান্ত কোনো অপরাধের কারণে গাড়িতে প্রসিকিউশন দেওয়া হলে পূর্বে ট্রাফিক পুলিশ কর্তৃক ব্যবহৃত POS মেশিন ও এর সফটওয়্যার দ্বারা শুধুমাত্র UCB ব্যাংকের upay apps ব্যবহার করে জরিমানার টাকা পরিশোধ করা যেত এবং এই UCB ব্যাংকের upay apps এর এজেন্ট পয়েন্ট খুঁজে বের করে ট্রাফিক প্রসিকিউশনের জরিমানার টাকা পরিশোধ করতে সংশ্লিষ্ট লোকজনদের খুবই কষ্ট হত। কিন্তু এই POS মেশিনের সফটওয়্যার আপগ্রেড করা হলে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত বাংলা কিউআর (Bangla QR) ব্যবহার করে খুব সহজেই তাৎক্ষণিক সময়ে (instant) ভুক্তভোগীরা জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন। এই সফটওয়্যার আপগ্রেড করার কারণে বিকাশ, মোবাইল ওয়ালেটসহ ২১ টি অনলাইন ব্যাংকিং এপস ছাড়াও বাংলাদেশের প্রায় সকল ব্যাংকের ভিসা কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ন্যাশনাল পেমেন্ট সুইফট অব বাংলাদেশ মোট ৫৬টিসহ সর্বমোট ৭৮টি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বর্তমানে ট্রাফিক প্রসিকিউশন জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন।
এ সময় সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মাহমুদা বেগম ও ট্রাফিক বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।