আরাকানের জমিন আমাদের, রোহিঙ্গারাই পাবে ইনশাল্লাহ: আরসা প্রধান জুনুনি

- আপডেট সময় : ০৮:৩০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / ৩৯ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মিয়ানমারের আরাকানের জমিন রোহিঙ্গাদের বলে মন্তব্য করেছেন আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি।
বান্দরবানে একটি মামলায় হাজিরা দিতে এসে সাংবাদিকদের তিনি বলেন, রোহিঙ্গারা আরাকানে জমি পাবে। আমরাই পাব ইনশাল্লাহ। আরাকানের জমিন আমাদের।
এ সময় তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসা প্রধান জুনুনিকে সোমবার দুপুরে নাইক্ষ্যংছড়ি থানায় হত্যা ও হত্যাচেষ্টার দুই মামলায় হাজির করা হয়। জুনুনির আইনজীবী জামিনের জন্য আবেদন করেন।
শুনানি শেষে অতিরিক্ত জেলা দায়রা ও জজ অরুণ পাল এবং মুখ্য বিচারিক হাকিম আদালতের জ্যেষ্ঠ বিচারিক নাজমুল হোসাইনের আদালতে দুটি মামলাতেই তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ সিংহ জানান।
তিনি বলেন, দুটি মামলার তদন্ত শেষে অপরাধের প্রমাণ পাওয়া গেছে। এজন্য অভিযোগপত্র দেওয়া হয়েছে। মামলার শুরু থেকেই তিনি পলাতক ছিলেন। পলাতক আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে গ্রেপ্তারের শুনানি ছিল। পরে আদালত তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। নিউজ: bdnews24