রাউজানে শীর্ষ সন্ত্রাসী সাহাবু বাহিনীর সদস্য দুই দুর্ধর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ আটক

- আপডেট সময় : ০৬:৫৫:০০ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

রাউজান থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত দুই অস্ত্রধারী দুর্ধর্ষ সন্ত্রাসীকে বিভিন্ন অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো রাউজান উপজেলার উরকিরচর এলাকার মোহাম্মদ শফির ছেলে শফিউল আজম প্রকাশ রিয়াজ ও একই এলাকার গোলাম শরীফের ছেলে সাজেদ শরীফ প্রকাশ শাকিল। ধৃতরা এলাকার ইয়াবা ব্যবসায়ী ও সন্ত্রাসী সাহাবু বাহিনীর সদস্য বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃত দুইজনের কাছ থেকে পুলিশ ১টি দেশীয় তৈরি এলজি, ৪ রাউন্ড কার্তুজ, ১টি চাপাতি, ১টি স্টিলের ছোরা, ৩টি দামা, ১টি কিরিচ, ১টি প্লাস্টিকের বক্সে রক্ষিত ইয়াবা খাওয়ার সরঞ্জাম উদ্ধার করে।
আজ ৬ এপ্রিল (রবিবার) আসামিদের বিরুদ্ধে অস্ত্র-কার্তুজের বিষয়ে এসআই সাইফুল আলম বাদী হয়ে এজাহার দায়ের করেছেন।
রবিবার রাত ৮টার দিকে থানা পুলিশ সাংবাদিকদের কাছে তথ্য প্রকাশ করে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মনিরুল ইসলামের নেতৃত্বে রবিবার ভোর সাড়ে ৪টার দিকে রাউজান উরকিরচর ইউপিস্থ ৬নং ওয়ার্ডের পূর্ব উরকিরচর সরদার আলী মুন্সীর বাড়ীর নিজ বসতঘর থেকে আসামি শফিউল আজম রিয়াজকে এবং আসামি সাজেদ শরীফ প্রকাশ শাকিল পালিয়ে যাওয়ার চেষ্ঠাকালে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ধৃত আসামিদের তল্লাশি করে তাদের কাছ থেকে অস্ত্র, কার্তুজ, চাপাতি, ছোরা, দামা, কিরিচগুলো উদ্ধার করে। পুলিশ জানায়, ধৃত আসামীদের বিরুদ্ধে পূর্বেরও কয়েকটি মামলা রয়েছে চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায়। ধৃতরা এলাকার ইয়াবা ব্যবসায়ী ও সন্ত্রাসী সাহাবু বাহিনীর সদস্য বলে এলাকার একাধিক সূত্র জানায়।