ফটিকছড়িতে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত: চলে গেলেন আহত মাও

- আপডেট সময় : ১২:২৫:৩১ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে বড় ভাইয়ের রামদায়ের কোপে ছোট ভাই মাসুম (৩৫) নিহত হওয়ার তিনদিন পর আহত মায়েরও মৃত্যু হয়েছে। রবিবার (৬ এপ্রিল) দুপুর ১২টায় চট্টগ্রাম নগরীর একটি প্রাইভেট হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান মা জুলেখা খাতুন (৫৫)।
স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে।
ঘটনার পর অভিযুক্ত নিহত জুলেখা খাতুনের বড় ছেলে ও নিহত মাসুমের বড় ভাই মো. ইয়াসিন পলাতক রয়েছে। এই ঘটনায় থানায় এখনো কোন অভিযোগ হয়নি।
এর আগে বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার ভূজপুর ইউনিয়নের ফকিরা বন এলাকার ভোলা গাজীর বাড়িতে এই ঘটনা ঘটে।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে একটি শুকনো পাতার বস্তা সরানোকে কেন্দ্র করে ঝগড়ার এক পর্যায়ে ধারালো রামদা দিয়ে নিজ ছোট ভাই মো. মাসুম ও মা জুলেখাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. মাহবুবুল হক। তিনি বলেন, গত বৃহস্পতিবারের ঘটনায় আহত দু’জনই মৃত্যুবরণ করেছেন। এই নিয়ে থানায় এখনো কোন অভিযোগ হয়নি। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি।