ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঙ্গল শোভাযাত্রা হিন্দুদের জন্মাষ্টমীর ধর্মাচার: হেফাজতে ইসলাম বোয়ালখালী আমুচিয়া ইউনিয়নে পুকুরে ডুবে শিশুর মৃত্যু যুদ্ধাপরাধে সাকা চৌধুরীর ফাঁসির মামলায় সাক্ষ্য দেওয়ায় আটক ১ আগাম জামিন পেলেন শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না ফ্রান্স স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে যাচ্ছে আ জ ম নাছির, নওফেলসহ ৩২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা আগামীকাল থেকে শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবার সারাদেশে ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী অংশ নেবে। জরিমানা আদায় সহজ করতে ট্রাফিক পুলিশদের প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্রাম বারের ৮৬৭ আইনজীবীর সদস্যপদ বাতিল কেন্দ্র ঘোষিত দেশব্যাপী গণসংযোগ পক্ষ সফল করুন: শাহজাহান চৌধুরী

চট্টগ্রামে ছাত্রলীগ ও আওয়ামী লীগের আরও ২৯ জন গ্রেফতার

সুজন দে, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:৫২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • / ২৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে মোট ২৯ জনকে গ্রেফতার করেছে।

এই গ্রেফতারকৃতদের অধিকাংশই ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, সন্ত্রাসী কার্যক্রম ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- বায়েজিদ বোস্তামী থানার মো. আজাদ উদ্দিন (৪৭), মো. জাফর (৩৫), মো. শুভ প্রঃ রবিউল (২৫), পতেঙ্গা থানার মো. এনামুল হক (৩৬), ইপিজেড থানার মো. মনজু ওরফে মজনু (২৯), মিঠু হালদার (৩০), রতন বড়াইক (৩৪), আকবরশাহ থানার পূর্ণিমা বনিক সৃষ্টি (২৩), টুকু বালা নাথ (৫৮), আকাশ হোসেন ওরফে ইসলাম (১৯), মো. মুন্না (১৯), মো. রবিউল ইসলাম (৩০), মো. কিরন (২৮) এবং আরো অনেক নেতা-কর্মী।

এছাড়া, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সাবেক সভাপতি এবং বন্দর থানার সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী (৬৬) সহ অন্যান্যদেরও গ্রেফতার করা হয়েছে। তারা সকলেই ছাত্রলীগ ও আওয়ামী লীগের সাথে গভীরভাবে জড়িত বলে জানা গেছে।

সিএমপি’র একজন কর্মকর্তা জানান, এদের বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কার্যক্রম এবং সহিংসতা চালানোর অভিযোগ রয়েছে। বিশেষ করে ছাত্র আন্দোলনে হামলার সঙ্গে তাদের নাম জড়িত। চট্টগ্রামে শান্তি এবং আইনশৃঙ্খলা রক্ষা করার লক্ষ্যে এ ধরনের অভিযান চালানো হচ্ছে।”

এছাড়া, বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসী বিরোধী আইন এবং দণ্ডবিধির আওতায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত আদালতে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে, বিশেষত আসন্ন নির্বাচনকে সামনে রেখে সহিংসতা রোধে পুলিশ আরও কঠোর অবস্থানে যাবে বলে জানানো হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে ছাত্রলীগ ও আওয়ামী লীগের আরও ২৯ জন গ্রেফতার

আপডেট সময় : ০১:৫২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে মোট ২৯ জনকে গ্রেফতার করেছে।

এই গ্রেফতারকৃতদের অধিকাংশই ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, সন্ত্রাসী কার্যক্রম ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- বায়েজিদ বোস্তামী থানার মো. আজাদ উদ্দিন (৪৭), মো. জাফর (৩৫), মো. শুভ প্রঃ রবিউল (২৫), পতেঙ্গা থানার মো. এনামুল হক (৩৬), ইপিজেড থানার মো. মনজু ওরফে মজনু (২৯), মিঠু হালদার (৩০), রতন বড়াইক (৩৪), আকবরশাহ থানার পূর্ণিমা বনিক সৃষ্টি (২৩), টুকু বালা নাথ (৫৮), আকাশ হোসেন ওরফে ইসলাম (১৯), মো. মুন্না (১৯), মো. রবিউল ইসলাম (৩০), মো. কিরন (২৮) এবং আরো অনেক নেতা-কর্মী।

এছাড়া, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সাবেক সভাপতি এবং বন্দর থানার সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী (৬৬) সহ অন্যান্যদেরও গ্রেফতার করা হয়েছে। তারা সকলেই ছাত্রলীগ ও আওয়ামী লীগের সাথে গভীরভাবে জড়িত বলে জানা গেছে।

সিএমপি’র একজন কর্মকর্তা জানান, এদের বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কার্যক্রম এবং সহিংসতা চালানোর অভিযোগ রয়েছে। বিশেষ করে ছাত্র আন্দোলনে হামলার সঙ্গে তাদের নাম জড়িত। চট্টগ্রামে শান্তি এবং আইনশৃঙ্খলা রক্ষা করার লক্ষ্যে এ ধরনের অভিযান চালানো হচ্ছে।”

এছাড়া, বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসী বিরোধী আইন এবং দণ্ডবিধির আওতায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত আদালতে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে, বিশেষত আসন্ন নির্বাচনকে সামনে রেখে সহিংসতা রোধে পুলিশ আরও কঠোর অবস্থানে যাবে বলে জানানো হয়েছে।