বোয়ালখালী পোপাদিয়া এলাকায় আবারও অশান্তি
বোয়ালখালী উপজেলায় মব শিকার থেকে ছাত্রলীগ নেতাকে মুক্ত করলেন এলাকাবাসী

- আপডেট সময় : ০৯:২৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
- / ৪২৯ বার পড়া হয়েছে

৩ মার্চ বৃহস্পতিবার দুপুর ২ টা নাগাদ চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নে নয়াহাট এলাকায় নিজ বাড়ীতে কানুনগো পাড়া স্যার আশুতোষ কলেজ ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মোহাং মাহিম উদ্দিনকে শিবির কর্মীরা বাড়ী ঘেরাও করে।
এলাকাবাসী খবর পেয়ে তাকে উদ্ধার করে মব শিকারকারীদের দৌড়ানি দেয়, দলমত নির্বিশেষে মাহিমের বাড়ীতে এলাকাবাসী অবস্থান নিয়েছে বলে সুত্রের খবর।
উক্ত এলাকার ইউপি সদস্য মোহাম্মদ মুছা মেম্বারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, কিছু উশৃংখল কিছু যুবক আমাদের এলাকায় মাহিমদের বাড়ী ঘেরাও করেছে শুনে এলাকার লোকজন আমাকে খবর দেওয়ার পর আমি ঐ বাড়িতে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করি।
উক্ত এলাকার বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলে জানা যায় শিবির কর্মী শাওন, নোমানের, তানবীরের নেতৃত্বে সন্ত্রাসী কর্মটি সংঘটিত হয়। তাদের একটি সংঘবদ্ধ চক্র আছে, তারা নিয়মিত এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত থাকে। এই সন্ত্রাসী চক্রটির জালাই অতিষ্ঠ এলাকাবাসী।
ভুক্তভোগী ছাত্রলীগ নেতা মহিমকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করে নাই।
মাহিমের পরিবারে যোগাযোগ করলে তারা জানাই, বুড়া মসজিদ চাচাত বোনের বাসা থেকে নিজ বাড়ীতে ফেরার সময় নয়াহাটে রাস্তায় মাহিমকে আটকাতে চাইলে সে নিজ বাড়ীতে ডুকে পরে। সন্ত্রাসীরা বাড়ী ঘিরে ফেলে প্রবেশ করতে চাইলে এলাকাবাসী খবর পেয়ে সন্ত্রাসীদের দৌড়ানি দেয়। মাহিম বর্তমানে নিরাপদে আছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, মব শিকারের বিষয়টি আমরা অবগত নই। এই বিষয়ে অভিযোগ পাওয়া গেলে পুলিশ ব্যবস্থা নিবে।