বোয়ালখালী'র সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেন মোস্তাক আহমদ খান
নিরাপদ, সন্ত্রাসবাদ মুক্ত, দখলবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত সুন্দর একটা বোয়ালখালী করার ইচ্ছে প্রকাশ মোস্তাক আহমদ খানের

- আপডেট সময় : ১১:২৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় করলেন চট্টগ্রাম-৮ আসনের এমপি পদ প্রত্যাশী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব মোস্তাক আহমেদ খান।
মতবিনিময় কালে মোস্তাক খান বলেন, আওয়ামী দোসরদের পুলিশ আটক করলে আমাদের কিছু বিএনপির নেতা থানার ওসিকে ফোর্স করে বাধ্য করে টাকা পয়সার বিনিময়ে তাকে ছেড়ে দিয়েছে, তাহলে আওয়ামী দোসরদেরকে কারা লালন পালন করছে?
তিনি আরো বলেন, ৫ আগষ্টের পর তাদের ভুমিকা কি ছিল এগুলো দেখার দরকার। তারা কার অনুসারী কার সাথে আছে, তাদের মধ্যে কেউ যদি জনপ্রতিনিধি হয় তারা সংসদ সদস্য হয় আমাদের অবস্থা কি হবে তা আমাদের ভেবে দেখতে হবে। নমিনেশন আমি চাইব আমার দল আমাকে নমিনেশন দিবে সেটার কোন গ্যারান্টি নেই, নমিনেশন পাইলাম কি পাইলাম না সেটি কোন বিষয় না। আমাকে তো বোয়ালখালীতে বসাবাস করতে হবে, আপনাকে তো বোয়ালখালী বসাবাস করতে হবে, আমরা সকল চাই নিরাপদ, সন্ত্রাসবাদ মুক্ত, দখলবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত সুন্দর একটা বোয়ালখালী সুন্দর একটা পরিবেশ!
এটা সৃষ্টি করার লক্ষ্য আমাদের সবাইকে একতাবদ্ধ থাকতে হবে।
এ মতবিনিময় ও প্রীতিভোজ অনুষ্ঠানে বোয়ালখালীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এতে আরো উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী, পৌরসভা বিএনপি’র সদস্য সচিব ইউসুফ চৌধুরী, পৌর বিএনপি যুগ্ম আহবায়ক এম কামাল উদ্দিন, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ফারুক সুজন, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য মুসলিম মিয়া পৌরসভা বিএনপির সদস্য রফিকুল ইসলাম মোহাম্মদ ইউনুস, মোজাম্মেল হক, মোঃ হারুন, কাজী কামাল, জাহাঙ্গীর আলম খোকন, মনজুর হোসেন, হাচি মিয়া, চরখিদিরপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক মোহাম্মদ সিরাজুল মোস্তফা জসিম উদ্দিন, জানে আলম, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম রাসেল, দক্ষিণ জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক ইলিয়াস চৌধুরী সাবেক সহসাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, জানে আলম, আজগর শাহাজান, যুবদল নেতা হাসান মেহেদী, দক্ষিণ জেলা কৃষক দলের নেতা নজরুল ইসলাম বাবু, পৌরসভা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মোরশেদ আলম, যুগ্ম আব্বায়ক আমির হাসান জুয়েল, পৌরসভা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক হারুন ও সদস্য সচিব সাইফুল রেজা, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ ফয়সাল মোহাম্মদ সোহেল প্রমুখ।