ধর্ষণের অভিযোগে আটক পোশাকশ্রমিকের থানা হাজতে মৃত্যু

- আপডেট সময় : ০১:৫৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে

ভোলার সদর থানা হাজতখানায় ধর্ষণের অভিযোগে আটক মো. হাসান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ মার্চ) দিনগত রাতে সদর মডেল থানার হাজতখানায় গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পুলিশ।
এদিকে হাসানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নিহতের পরিবারে। হাসানের বৃদ্ধা মা আর সদ্য বিবাহিত স্ত্রী হাসপাতালে বিলাপ করে এ ঘটনার জন্য দায়িদের বিচার চেয়েছেন।
পুলিশ জানায়, সোমবার দুপুরে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মেদুয়া গ্রামের পোশাকশ্রমিক মো. হাসানকে ধর্ষণের অভিযোগে এলাকার একটি গ্রুপ গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আহত হাসানকে বিকেলেই ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
প্রাথমিক চিকিৎসা শেষে রাত ৮টায় হাসানকে হাসপাতাল থেকে পুলিশ সদর থানায় হাজতখানায় এনে রাখা হয়। সিসি টিভির ফুটেজে দেখা যায়, রাত পৌনে ১২টার দিকে হাসান হাজতখানায় থাকা নামাজি ছিঁড়ে হাতে করে বাথরুমে যান। কিছুক্ষণ পর বাথরুমের মধ্যে গলায় ফাঁস দেয়া অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ মৃত্যুর বিষয়টিকে অস্বাভাবিক উল্লেখ করে বিচার চেয়েছেন নিহতের স্বজনরা।
সুত্রঃ channel 24