লোহাগড়ায় বাস ও দুইটি মাইক্রোবাসের সংঘর্ষ
চট্টগ্রামে একই স্থানে একদিনের ব্যবধানে সড়ক দুর্ঘটনা, নিহত ১০

- আপডেট সময় : ০৭:২৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
- / ৮ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

চট্টগ্রামের লোহাগাড়ায় বেপরোয়া গতির রিলাক্স পরিবহনের একটি বাসের সাথে দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে পাঁচ জন পুরুষ, তিন জন নারী ও দুইটি শিশু। তবে এখনো হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এর আগে ঈদের ১ম দিন একই স্থানে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়।
দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঘন্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। পরে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও লোহাগাড়া থানা পুলিশ টিম এসে যান চলাচল স্বাভাবিক করে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভরঞ্জন চাকমা বলেন, কক্সবাজারগামী রিলাক্স পরিবহনের বাসের সঙ্গে চট্টগ্রাম শহরমুখী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর আহত চার জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠানোর পর সেখানে ১০-১২ বছরের একটি শিশু ও ৩০-৩৫ বছরের এক পুরুষের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন জরুরি বিভাগের চিকিৎসক সুস্মিতা সাহা। আহত আরেকটি শিশু ও এক তরুণীকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি ।
এছাড়া পদুয়ায় অবস্থিত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরেকজন পুরুষের মৃত্যু হয় বলে জানিয়েছেন লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান। তিনি আরও জানান, লাশের পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় জানার পর আইনি প্রক্রিয়ায় লাশ হস্তান্তর করা হবে।