ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঙ্গল শোভাযাত্রা হিন্দুদের জন্মাষ্টমীর ধর্মাচার: হেফাজতে ইসলাম বোয়ালখালী আমুচিয়া ইউনিয়নে পুকুরে ডুবে শিশুর মৃত্যু যুদ্ধাপরাধে সাকা চৌধুরীর ফাঁসির মামলায় সাক্ষ্য দেওয়ায় আটক ১ আগাম জামিন পেলেন শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না ফ্রান্স স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে যাচ্ছে আ জ ম নাছির, নওফেলসহ ৩২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা আগামীকাল থেকে শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবার সারাদেশে ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী অংশ নেবে। জরিমানা আদায় সহজ করতে ট্রাফিক পুলিশদের প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্রাম বারের ৮৬৭ আইনজীবীর সদস্যপদ বাতিল কেন্দ্র ঘোষিত দেশব্যাপী গণসংযোগ পক্ষ সফল করুন: শাহজাহান চৌধুরী

সাতকানিয়ায় সাবেক ইউপি সদস্যের ওপর সন্ত্রাসী হামলা

সাতকানিয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • / ২১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সাতকানিয়ায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে সাবেক এক ইউপি সদস্যের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

 

মঙ্গলবার (১ এপ্রিল) রাতে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ডিলার পাড়ার তিনপথের মাথা এলাকায় এ ঘটনা ঘটে। 

 

হামলার শিকার ইউপি সদস্যের নাম আবদুল মজিদ (৪৮)। তিনি সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও  মির্জাখীল বাজারের মধুবন নামক মিষ্টির দোকানের ব্যবসায়ী এবং ওই এলাকার মৃত কালু মিয়ার ছেলে। সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় আবদুল মজিদের সাথে থাকা ১ লাখ ৩০ হাজার টাকা ও মোবাইল ফোন লুটে নেয় তারা। 

 

সাবেক ইউপি সদস্যের ছোটভাই মোহাম্মদ আবদুল মালেক জানান, আমার ভাই দোকান বন্ধ করে রাতে মোটরসাইকেল নিয়ে বাড়িতে আসার পথে আমাদের পাড়ার (ডিলার পাড়া) তিন পথের মাথায় পৌঁছলে সশস্ত্র সন্ত্রাসীরা প্রথমে মুখে স্প্রে মারে। পরে ধারালো কিরিচের কোপ দিয়ে মাথার ডান পাশে আঘাত করে মাটিতে ফেলে দেয়। এসময় তাদের হাতে থাকা লোহার রড ও মোটরসাইকেলের চেন দিয়ে ডান পাসহ সমস্ত শরীর আঘাত করে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে দিয়ে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে পূর্বদিকে চলে যায়।এসময় সন্ত্রাসীরা বড় ভাইয়ের নিকট থাকা কালো পলিথিনে মোড়ানো এক লাখ ৩০ হাজার টাকা ও তার ব্যবহৃত মোবাইল নিয়ে যায়। এ ঘটনায় আমরা থানায় মামলা করব।

 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো.জাহেদুল ইসলাম জানান, খবর পেয়ে আজ বুধবার সকালে সাবেক ইউপি সদস্যের বাড়িতে পুলিশ পাঠিয়ে বিস্তারিত জানার চেষ্টা করেছি। বিষয়টি নিয়ে আরও বেশি জানার জন্য তদন্ত চলমান রয়েছে। তবে এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ বা মামলা করেনি। 

নিউজটি শেয়ার করুন

সাতকানিয়ায় সাবেক ইউপি সদস্যের ওপর সন্ত্রাসী হামলা

আপডেট সময় : ১০:৩০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫

চট্টগ্রামের সাতকানিয়ায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে সাবেক এক ইউপি সদস্যের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

 

মঙ্গলবার (১ এপ্রিল) রাতে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ডিলার পাড়ার তিনপথের মাথা এলাকায় এ ঘটনা ঘটে। 

 

হামলার শিকার ইউপি সদস্যের নাম আবদুল মজিদ (৪৮)। তিনি সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও  মির্জাখীল বাজারের মধুবন নামক মিষ্টির দোকানের ব্যবসায়ী এবং ওই এলাকার মৃত কালু মিয়ার ছেলে। সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় আবদুল মজিদের সাথে থাকা ১ লাখ ৩০ হাজার টাকা ও মোবাইল ফোন লুটে নেয় তারা। 

 

সাবেক ইউপি সদস্যের ছোটভাই মোহাম্মদ আবদুল মালেক জানান, আমার ভাই দোকান বন্ধ করে রাতে মোটরসাইকেল নিয়ে বাড়িতে আসার পথে আমাদের পাড়ার (ডিলার পাড়া) তিন পথের মাথায় পৌঁছলে সশস্ত্র সন্ত্রাসীরা প্রথমে মুখে স্প্রে মারে। পরে ধারালো কিরিচের কোপ দিয়ে মাথার ডান পাশে আঘাত করে মাটিতে ফেলে দেয়। এসময় তাদের হাতে থাকা লোহার রড ও মোটরসাইকেলের চেন দিয়ে ডান পাসহ সমস্ত শরীর আঘাত করে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে দিয়ে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে পূর্বদিকে চলে যায়।এসময় সন্ত্রাসীরা বড় ভাইয়ের নিকট থাকা কালো পলিথিনে মোড়ানো এক লাখ ৩০ হাজার টাকা ও তার ব্যবহৃত মোবাইল নিয়ে যায়। এ ঘটনায় আমরা থানায় মামলা করব।

 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো.জাহেদুল ইসলাম জানান, খবর পেয়ে আজ বুধবার সকালে সাবেক ইউপি সদস্যের বাড়িতে পুলিশ পাঠিয়ে বিস্তারিত জানার চেষ্টা করেছি। বিষয়টি নিয়ে আরও বেশি জানার জন্য তদন্ত চলমান রয়েছে। তবে এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ বা মামলা করেনি।