ভূমিকম্পই যুগলের জীবনে ডেকে আনল কাল, ভাইরাল ভিডিও

- আপডেট সময় : ১১:৩৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে

চাটগাঁইয়া ওয়েবডেস্ক: ফাঁকা সময়ে সুইমিং পুলে ভাসমান অবস্থায় শুয়ে সময় কাটাচ্ছিলেন এক যুগল। তাঁরা হয়তো কোনওদিন ভাবতেই পারেননি, যে তাঁদের ব্যক্তিগত মুহূর্তে এইরকম ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে। যার জেরে রীতিমতো তাঁদের প্রাণ সঙ্কটের মুখে পড়তে হবে। জেনে নিন ভূমিকম্পের দিন ঠিক কী ঘটেছিল তাঁদের সঙ্গে। ইতিমধ্যেই যা নজর কেড়েছে নেটদুনিয়ায়।
প্রসঙ্গত,গত ২৮ মার্চ কেঁপে উঠেছিল মায়ানমারের মাটি। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্র ছিল ৭.৭। তাসের বাড়ির মতো ভেঙে পড়েছে একের পর এক বহুতল।এর প্রকোপ থেকে রেহাই পায় নি থাইল্যান্ডও।
সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্কককের ভূমিকম্পের একটি দৃশ্য সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে এক যুগলকে বহুতলের সুইমিং পুলের ধারে সময় কাটাতে দেখা যাচ্ছে। সেইসময় আচমকাই শুরু হয় জল কম্পন। নড়ে ওঠে বহুতলটি। যার জেরে বহুতলের সুইমিং পুলের জল লাফিয়ে লাফিয়ে ওপরে উঠতে শুরু করে। তবুও ওই বহুতলটি ভেঙে যায়নি বলেই খবর। ভয়ে ওই যুগল তড়িঘড়ি কোনও রকমের উঠে পালিয়ে যান। যুগলের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট ছিল।
ভিডিওটি পোস্ট হতেই তা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। কমেন্টবক্সও প্রতিক্রিয়ায় ভরে গিয়েছে।