ধর্ষণকারীকে খুঁজছে পুলিশ, মিরসরাইয়ে ঈদের দিনে এক শিশুকে ধর্ষণের অভিযোগ

- আপডেট সময় : ১০:০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

চট্টগ্রামের মিরসরাইয়ে সাত বছর বয়সী এক শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (৩১ মার্চ) ঈদের দিন বিকেলে এ ঘটনা ঘটে বলে শিশুটির স্বজনরা দাবি করেন।
শিশুটিকে স্থানীয় মস্তাননগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রেফার করা হয়েছে ৷
শিশুটির মা জানান, তার মেয়ে বাড়ির উঠানে খেলছিল। বিকেল সাড়ে ৪টার দিকে তাদের বাড়িওয়ালা দুলাল (৪৭) শিশুটিকে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ধর্ষকের ফাঁসি চান তিনি ৷
অভিযুক্ত দুলাল (৪৭) বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চিনকি আস্তানা স্টেশন রোড এলাকার শফি সওদাগরের বাড়ির মৃত ফকির আহম্মদের সন্তান ৷
শিশুটির স্বজনরা অভিযোগ করেন, গতকাল ঈদের দিন বিকেল সাড়ে ৪টায় বাড়ির উঠানে বান্ধবীদের সাথে খেলছিল শিশুটি ৷ একপর্যায়ে তাদের বাড়িওয়ালা পিকআপ ড্রাইভার দুলাল তাকে টিভি দেখানোর লোভ দেখিয়ে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে ৷ আজ সকালে শিশুটির শারিরীক অবস্থার অবনতি হলে টের পান পরিবার।
এ ঘটনায় জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, ধর্ষণের ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে ৷ অভিযুক্ত দুলালকে ধরার জন্য পুলিশ অভিযানে গেছে ৷ এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে৷