ট্রাম্পকে এবার ভয়ঙ্কর হুঁশিয়ারি ইরানের, পারমাণবিক অস্ত্র নিয়ে হামলার হুঙ্কার

- আপডেট সময় : ১১:২৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
- / ৯ বার পড়া হয়েছে

চাটগাঁইয়া ওয়েবডেস্ক: পরমাণু চুক্তি না মানলে ইরানে বোমা-হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছাড়বার পাত্র নয় ইরানও। আমেরিকাকে শক্তিশালী পাল্টা আক্রমণের সম্মুখীন হতে হবে বলে পাল্টা আমেরিকাকে হুমকি দিয়েছে খামেইনির দেশ। আমেরিকার উপর ‘কঠোর প্রতিশোধমূলক আঘাত’ করা হবে বলেও জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। পাশাপাশি, খামেনির উপদেষ্টা আলি লারিজানির দাবি, হামলা করা হলে আমেরিকাকে প্রত্যাঘাত করার জন্য তাঁদের পারমাণবিক অস্ত্র সংগ্রহ করতে হবে। এ ছাড়া তাঁদের অন্য কোনও উপায় থাকবে না।
সোমবারই তেহেরানে একটি প্রতিবাদ সভা থেকে আমেরিকাকে সতর্ক করে দিয়েছেন আলি খামেনি। এছাড়া ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা জানিয়েছেন, নিজেদেরকে রক্ষা করার জন্য পারমাণবিক অস্ত্র সংগ্রহ করবে ইরান। সেদেশের সরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে লারিজানি বলেছেন, “ইরান তা করতে চায় না। তবে যদি আমাদের উপর হামলা হয় তাহলে আর কোন বিকল্প থাকবে না।” তাঁর কথায়, পারমাণবিক অস্ত্রের দিকে এগোচ্ছেন না। তবে, ইরানের পারমাণবিক ইস্যুতে ট্রাম্প যদি কোনও ভুল করেন তাহলে তার ফল ভোগ করতে হবে আমেরিকাকে। কারণ ট্রাম্পের ‘ভুল’ তাদেরকে পারমাণবিক অস্ত্র সংগ্রহ করার দিকে এগিয়ে যেতে বাধ্য করবে। নিজেদের রক্ষা করার জন্যই ইরান এই পদক্ষেপ করবে।
উল্লেখ্য, পরমাণু সমঝোতা চুক্তি করার জন্য ইরানের উপর চাপ বাড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিও দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেইনিকে উদ্দশ্য করে। তবে, আমেরিকার সঙ্গে এ সংক্রান্ত কোনও আলোচনায় যাবে না বলে আগেই জানিয়েছিল ইরান। তারপরেই পরমাণু চুক্তি না মানলে ইরানে বোমা হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানও জানিয়ে দিয়েছে যে তারাও চুপ করে বসে থাকবে না। সোমবার রাতেই ইরানকে লক্ষ্য করে ফের হুমকি দিয়েছেন ট্রাম্প। হাউতি এবং তাদের মদতদাতা ইরানকে “অনেক যন্ত্রণা ভোগ করতে হবে” বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট।