সংবাদ শিরোনাম ::
আনোয়ারায় ঈদের দিন নতুন শাড়িতে আগুন লেগে গৃহবধূর মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি
- আপডেট সময় : ১০:২১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
- / ৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের আনোয়ারায় ঈদের দিন নতুন শাড়ি পড়ে রান্না করার সময় আগুন লেগে উর্মি আক্তার (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত গৃহবধূ হাইলধর ইউনিয়নের ১ নম্বর খাসখামা ওয়ার্ডের দেয়াঙ আলী চৌধুরীর বাড়ির রাজমিস্ত্রী বাঁচা মিয়ার স্ত্রী এবং চাতরী ইউনিয়নের ডুমুরিয়া রূদুরা গ্রামের মো.সেলিমের মেয়ে। গত বছর-দেড়েক আগেই বিয়ে হয় তাদের। তাদের দাম্পত্য জীবনে কোনো সন্তান-সন্ততি নাই।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রান্না করতে গিয়ে আগুনে দগ্ধ হয় সে। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় ইউপি সদস্য মো.রফিকুল ইসলাম বলেন, ‘সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হলেও রাত ১০টা নাগাদ হাসপাতালে তার মৃত্যু হয়। মরদেহ বাপের বাড়ি ডুমুরিয়ায় নিয়ে যাওয়া হয়েছে।’
ট্যাগস :
দূর্ঘটনা