নরসিংদী ডাবল মার্ডার
চাঁদা না পেয়ে দুই ভাইকে কুপিয়ে হত্যা, ওসি বলছে চোর সন্দেহে গণধোলাই

- আপডেট সময় : ০৭:১৯:১৩ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
- / ৩৮ বার পড়া হয়েছে

খবর পেয়ে সদর ফাঁড়ির পুলিশ সদর হাসাপাতাল পরিদর্শন করেন। তবে পলাশ থানার ওসি জানিয়েছেন, চোর সন্দেহে দুই জনকে গনপিটুনি দেয়া হয়। এতে তাদের মৃত্যু হয়।
নিহত সাকিব মিয়া (২০) ও তার সহদোর ভাই রাকিব পলাশের কর্তাতৈল গ্রামের আশ্রাফ উদ্দিনের ছেলে। আহত হয়েছেন নিহতদের পিতা আশ্রাফ উদ্দিন ও তার স্ত্রী রাবেয়া খাতুন।
নিহতের স্বজনরা জানিয়েছেন, নিহত রাকিব ও তার পিতা আশ্রাফ উদ্দিন বিদেশে লোক পাঠাতো। তাই এলাকার দীর্ঘদিন যাবৎ তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল একদল দুর্বৃত্ত। কিন্তু তারা চাঁদা দিতে রাজি হয়নি। এরই মধ্যে সোমবার (৩১ মার্চ) ঈদ উপলক্ষে সাকিব ও তার বন্ধুরা ঘুরতে বের হয়। তারা কর্তাতৈল এলাকায় বেড়াতে গেলে দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ওই সময় দুর্বৃত্তরা সাকিবকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কোপাতে থাকে।