ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঙ্গল শোভাযাত্রা হিন্দুদের জন্মাষ্টমীর ধর্মাচার: হেফাজতে ইসলাম বোয়ালখালী আমুচিয়া ইউনিয়নে পুকুরে ডুবে শিশুর মৃত্যু যুদ্ধাপরাধে সাকা চৌধুরীর ফাঁসির মামলায় সাক্ষ্য দেওয়ায় আটক ১ আগাম জামিন পেলেন শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না ফ্রান্স স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে যাচ্ছে আ জ ম নাছির, নওফেলসহ ৩২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা আগামীকাল থেকে শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবার সারাদেশে ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী অংশ নেবে। জরিমানা আদায় সহজ করতে ট্রাফিক পুলিশদের প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্রাম বারের ৮৬৭ আইনজীবীর সদস্যপদ বাতিল কেন্দ্র ঘোষিত দেশব্যাপী গণসংযোগ পক্ষ সফল করুন: শাহজাহান চৌধুরী
‘বৈয়াম পাখি ২.০’ চট্টগ্রামের নাসির উদ্দিন খানের সঙ্গে জেফার

বৈয়াম পাখি ২.০’ চট্টগ্রামের নাসির উদ্দিন খানের সঙ্গে জেফার

রাজধানী প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / ২৯ বার পড়া হয়েছে

‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের দ্বিতীয় পর্বে নাসির উদ্দিন খানের সঙ্গে দেখা যাবে সংগীতশিল্পী জেফারকে। তাদের নিয়ে চরকি প্রকাশ করেছে মাইশেলফ অ্যালেন স্বপন ২’ এর গান ‘বৈয়াম পাখি ২.০’। গানটিতে কণ্ঠও দিয়েছেন নাসির উদ্দিন খান ও জেফার।

বিজ্ঞপ্তিতে চরকি জানিয়েছে, ‘বৈয়াম পাখি ২.০’ গানে জেফার কেবল কণ্ঠই দেননি, অভিনয়ও করেছেন। এবার প্রথমবারের মত তাকে দেখা যাবে সিরিজে।

‘অ্যালেন স্বপন’ সিরিজ দেখার কারণে চরিত্রটি নিয়ে আগে থেকেই ধারণা ছিল জেফারের। সিরিজের নির্মাতা শিহাব শাহীন যখন অভিনয়ের জন্য জেফারকে প্রস্তাব দেন তখন আর বেশি ভাবতে হয়নি বলে জানিয়েছেন তিনি।

জেফার বলেন, ইন্টারেস্টিং চরিত্র বলেই আমি অভিনয় করতে রাজি হই। কিন্তু আমি যেহেতু গানের মানুষ, তাই গানকে বাদ দিতে পারেননি। ‘বৈয়াম পাখি ২.০’ গানেও কণ্ঠও দিয়েছি। খৈয়াম শানু সন্ধির সুর ও সংগীতায়োজনে গানটি লিখেছেন খৈয়াম শানু সন্ধি, ম্যাঙ রহমান ও শেখ কোরাশানী।

নতুন সিজন নিয়ে অভিনেতা নাসিরের ভাষ্য, অ্যালেন স্বপন চরিত্রটা অনেকেরই দেখা। তারা জানেন এটা একটা মন্দ চরিত্র। নতুন সিজনে চরিত্রটি আরও ভয়ংকর রূপে হাজির হতে যাচ্ছে।

চরকির ‘সিন্ডিকেট’ সিরিজের একদম শেষভাগে সবার সামনে আসেন অ্যালেন স্বপন। ‘সিন্ডিকেট’ থেকে নির্মিত হয় স্পিনঅফ সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। দুটি সিরিজই নির্মাণ করেন শিহাব শাহীন। প্রথম সিজনের রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা অভিনয় করেছেন দ্বিতীয় সিজনেও। আছেন নতুন কয়েকজন অভিনয়শিল্পীও।

নিউজটি শেয়ার করুন

‘বৈয়াম পাখি ২.০’ চট্টগ্রামের নাসির উদ্দিন খানের সঙ্গে জেফার

বৈয়াম পাখি ২.০’ চট্টগ্রামের নাসির উদ্দিন খানের সঙ্গে জেফার

আপডেট সময় : ১১:৩৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের দ্বিতীয় পর্বে নাসির উদ্দিন খানের সঙ্গে দেখা যাবে সংগীতশিল্পী জেফারকে। তাদের নিয়ে চরকি প্রকাশ করেছে মাইশেলফ অ্যালেন স্বপন ২’ এর গান ‘বৈয়াম পাখি ২.০’। গানটিতে কণ্ঠও দিয়েছেন নাসির উদ্দিন খান ও জেফার।

বিজ্ঞপ্তিতে চরকি জানিয়েছে, ‘বৈয়াম পাখি ২.০’ গানে জেফার কেবল কণ্ঠই দেননি, অভিনয়ও করেছেন। এবার প্রথমবারের মত তাকে দেখা যাবে সিরিজে।

‘অ্যালেন স্বপন’ সিরিজ দেখার কারণে চরিত্রটি নিয়ে আগে থেকেই ধারণা ছিল জেফারের। সিরিজের নির্মাতা শিহাব শাহীন যখন অভিনয়ের জন্য জেফারকে প্রস্তাব দেন তখন আর বেশি ভাবতে হয়নি বলে জানিয়েছেন তিনি।

জেফার বলেন, ইন্টারেস্টিং চরিত্র বলেই আমি অভিনয় করতে রাজি হই। কিন্তু আমি যেহেতু গানের মানুষ, তাই গানকে বাদ দিতে পারেননি। ‘বৈয়াম পাখি ২.০’ গানেও কণ্ঠও দিয়েছি। খৈয়াম শানু সন্ধির সুর ও সংগীতায়োজনে গানটি লিখেছেন খৈয়াম শানু সন্ধি, ম্যাঙ রহমান ও শেখ কোরাশানী।

নতুন সিজন নিয়ে অভিনেতা নাসিরের ভাষ্য, অ্যালেন স্বপন চরিত্রটা অনেকেরই দেখা। তারা জানেন এটা একটা মন্দ চরিত্র। নতুন সিজনে চরিত্রটি আরও ভয়ংকর রূপে হাজির হতে যাচ্ছে।

চরকির ‘সিন্ডিকেট’ সিরিজের একদম শেষভাগে সবার সামনে আসেন অ্যালেন স্বপন। ‘সিন্ডিকেট’ থেকে নির্মিত হয় স্পিনঅফ সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। দুটি সিরিজই নির্মাণ করেন শিহাব শাহীন। প্রথম সিজনের রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা অভিনয় করেছেন দ্বিতীয় সিজনেও। আছেন নতুন কয়েকজন অভিনয়শিল্পীও।