বিকাশ, নগদ, রকেটে দৈনিক লেনদেন সীমা বেড়ে ডাবল
মোবাইল ব্যাংকিং এর দৈনিক লেনদেনের সীমাও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

- আপডেট সময় : ০৪:৩২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে

বিকাশ, নগদ ও রকেটের মত মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) কোম্পানির মাধ্যমে অর্থ লেনদেনের সীমা বাড়ানো হয়েছে; ব্যক্তি পর্যায়ে দৈনিক এ সীমা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে।
এজেন্টের দৈনিক লেনদেনের সীমাও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার সার্কুলারের মাধ্যমে এ সিদ্ধান্ত জানিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলছে, গ্রাহকদের চাহিদা বাড়ার কারণেই এ সীমা বাড়ানো হয়েছে।
এতে বলা হয়েছে, দৈনন্দিন ভিত্তিতে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির পার্সোনাল নম্বরে (পিটুপি) সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠাতে পারবেন। আগে এ পরিমাণ ছিল ২৫ হাজার টাকা। আর মাসে ৩ লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন, আগে যা ছিল ২ লাখ টাকা।
অপরদিকে এজেন্ট পয়েন্ট ক্যাশ ইন করার ক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ ৫০ হাজার টাকা লেনদেন করতে পারবে, যা আগে ছিল ৩০ হাজার টাকা। মাসে লেনদেনের সীমা দেওয়া হয়েছে ৩ লাখ টাকা, যা আগে ছিল ২ লাখ টাকা।
তবে এমএফএসের মাধ্যমে ব্যাংকে অর্থ স্থানান্তরেরে ক্ষেত্রে দৈনিক ক্যাশ ইন ও ক্যাশ আউট ৫০ হাজার টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। মাসে ক্যাশ আউটের সীমা আগের মতেই তিন ৩ লাখ টাকা থাকবে।
এদিকে এজেন্ট পয়েন্ট ক্যাশ আউটের ক্ষেত্রেও আগের চেয়ে সীমা বাড়িয়ে দৈনিক ৩০ হাজার টাকা করা হয়েছে, যা আগে ছিল ২০ হাজার টাকা। মাসে এক্ষেত্রে সীমা বেঁধে দেওয়া হয়েছে ২ লাখ টাকার, যা আগে ছিল দেড় লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, মোবাইলে আর্থিক সেবায় লেনদেনে গ্রাহকরা আরও বেশি অভ্যস্ত হয়ে উঠছেন। লেনদেনের পরিমাণ বাড়ছে। এজন্য আগের থেকে এ সীমা বাড়ানোর তাগিদ ছিল। সব বিবেচনায় সীমা বাড়ানো হয়েছে।