সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মহানগর ডবলমুরিং এলাকায় বিএনপির দুপক্ষের মাঝে সংঘর্ষ
চট্টগ্রাম মহানগর ডবলমুরিং এলাকায় বিএনপির দুপক্ষের মাঝে সংঘর্ষ

মহানগর প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:২০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
- / ২৮ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেল ৫টার দিকে নগরীর ডবলমুরিং থানার মিস্ত্রিপাড়া এলাকার সীমা গার্মেন্টস সংলগ্ন মুন্সি মিয়ার পুরান বাড়ি মাঠে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—খুরশিদ আলম, রাকিব, মুরাদ, সোহেল, হাসান মুরাদ এবং জালাল।
জানা গেছে, জিয়া মঞ্চ ডবলমুরিং থানা কমিটির উদ্যোগে মিস্ত্রিপাড়া এলাকায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন ছিল। সেই অনুষ্ঠানে আওয়ামী সম্পৃক্ততার অভিযোগ এনে স্থানীয় বিএনপির দুটি পক্ষ সংঘর্ষে জড়ায়।
এ বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকুল ইসলাম বলেন, ‘মিস্ত্রিপাড়া এলাকায় ইফতার সামগ্রী বিতরণকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা হয়েছে বলে জেনেছি। এতে কয়েকজন ছুরিকাহত হয়েছেন। এ ঘটনায় অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নিব।’